নূর মোহাম্মদ: [২] আর্থিক প্রতিষ্ঠান পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস থেকে তারা ঋণ নিয়েছিলেন। বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকারের একক বেঞ্চ এ আদেশ দেন।
[৩] আদালতে কোম্পানির পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার মেজবাহুর রহমান। তিনি বিষয়টি নিশ্চিত কওে বলেন, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড কোম্পানি অবসায়ন প্রক্রিয়ার মধ্যে রয়েছে।
[৪] তিনি আরও বলেন, আদালত এ কোম্পানি থেকে ঋণগ্রহীতাদের তালিকা চেয়েছিলেন। আমরা সে তালিকা দিয়েছিলাম। তার মধ্যে সর্বনিম্ন পাঁচ লাখ টাকা থেকে সর্বোচ্চ ঋণখেলাপি এমন ২৮০ জনকে আগামী ২৩ ফেব্রুয়ারি আদালতে হাজির হতে বলেছেন।