স্পোর্টস ডেস্ক: [২] আইপিএলের নতুন আসরে নতুন নেতা বেছে নিল রাজস্থান রয়্যালস। নিলামের আগে তারা স্কোয়াড থেকে ছেড়ে দিল স্টিভ স্মিথকে। নতুন অধিনায়ক করা হয়েছে সঞ্জু স্যামসনকে।
[৩] স্মিথের নেতৃত্বে আইপিএল ২০২০ অভিযান মোটেও মনে রাখার মতো হয়নি রাজস্থানের। তারা টুর্নামেন্ট শেষ করে ৮ নম্বরে থেকে।
[৪] রাজস্থানের অন্যতম মালিক মনোজ বাদালে ২০ জানুয়ারি, জানিয়েছেন, সঞ্জু স্যামসন হবেন নতুন মরশুমে রাজস্থান রয়্যালসের ক্যাপ্টেন। তিনি এও জানিয়েছেন যে, কুমার সাঙ্গাকারার হাতে তুলে দেওয়া হচ্ছে ফ্র্যাঞ্চাইজির অন্তর্র্বতীকালীন ডিরেক্টরের দায়িত্ব।
[৫] এদিন ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল, ১৭ জন ক্রিকেটারকে রিটেন করবে তারা। ধরে রাখা বিদেশিদের মধ্যে রয়েছেন বেন স্টোকস, জোফ্রা আর্চার, জোশ বাটলার, এন্ড্রু টাই এবং ডেভিড মিলার। বাকি সকলকে রিলিজ করে দেওয়া হবে। স্টিভ স্মিথকে রিলিজ করে দিচ্ছে রয়্যালসরা। - ক্রিকইনফো