শিরোনাম
◈ মানুষে সংক্রমণ সক্ষম হলে করোনার চেয়েও ভয়াবহ হতে পারে বার্ড ফ্লু: বিজ্ঞানীদের সতর্কবার্তা ◈ খালেদা জিয়ার অবস্থা ‘অত্যন্ত সংকটময়’, দেশবাসীর দোয়া চাইলেন ফখরুল (ভিডিও) ◈ ভিন্ন মতকে শত্রু দেখার প্রবণতা থেকে বিরত থাকার আহ্বান মির্জা ফখরুলের ◈ নতুন সক্রিয় ফাটলরেখা শনাক্ত: ব্রহ্মপুত্রের গতিপথ বদল ও বড় ভূমিকম্পের ঝুঁকির ইঙ্গিত ◈ বাংলাদেশের উৎপাদন খাতে বড় বিনিয়োগে চীনের আগ্রহ: পাট, সবুজ প্রযুক্তি ও ফার্মায় গুরুত্ব ◈ আরও ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র ◈ অভিবাসন নীতিতে বড় পরিবর্তন: ট্রাম্পের লক্ষ্য স্থায়ী নিষেধাজ্ঞা ◈ ‘ক্ষমতায় এলে বিএনপিসহ সবাইকে নিয়েই দেশ পরিচালনা করবো’ ◈ ভ্যানিটি ব্যাগ থেকে পিস্তল বের করে যুবলীগ নেতার স্ত্রীর হুমকি, ভিডিও ভাইরাল ◈ শিক্ষকদের আন্দোলনে চলতি বছর ক্ষতিগ্রস্ত প্রায় দুই কোটি শিক্ষার্থী

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২১, ০৮:৪৮ সকাল
আপডেট : ২০ জানুয়ারী, ২০২১, ০৮:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুজিববর্ষে মঠবাড়িয়ায় ভূমিহীনদের ঘর ২৩ জানুয়ারি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

এইচ আকন: [২] পিরোজপুরের মঠবাড়িয়ায় মুজিব শতবর্ষে ঘর পাচ্ছেন ৪০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। মুজিববর্ষে দেশের কোন মানুষ গৃহহীন থাকবে না প্রধানমন্ত্রীর এ ঘোষণা অনুযায়ী মঠবাড়িয়া উপজেলায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ১ম পর্যায়ের ৪০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য বরাদ্দকৃত ঘরগুলোর কাজ সম্পন্ন হয়েছে।

[৩] আগামী ২৩ জানুয়ারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপকারভোগী পরিবারের নিকট ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন। এছাড়া আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ২য় পর্যায়ে এ উপজেলায় আরো ১৪১টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর দেয়া হবে।

[৪] উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ১ম পর্যায়ের উপজেলার সাতটি ইউনিয়নের ৪০টি ভূমিহীন ও গৃহহীনদের ঘর দেয়া হয়েছে। এরমধ্যে তুষখালী ইউনিয়নে ৪টি, ধানীসাফা ইউনিয়নে ৯টি, টিকিকাটা ইউনিয়নে ১১টি, বেতমোর রাজপাড়া ইউনিয়নে ৩টি, হলতাগুলিসাখালী ইউনিয়নে ৪টি, সাপলেজা ইউনিয়নে ৭টি ও বড়মাছুয়া ইউনিয়নে ২টি।

[৫] উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার জানান, ভূমিহীন ও গৃহহীনদের জন্য ১ লাখ ৭১ হাজার টাকা ব্যয়ে প্রতিটি ঘর নির্মাণ করা হয়েছে।

[৬] উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আকাশ কুমার কুন্ডু জানান, ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২৩ জানুয়ারী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ১ম পর্যায়ের ৪০ টি ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন এবং ২য় পর্যায়ে এ প্রকল্পের আওতায় মঠবাড়িয়ায় আরও ১৪১ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর দেয়া হবে। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়