শিরোনাম
◈ ঘন কুয়াশার কারণে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা ◈ জামায়াতের সঙ্গে জোট করার কারণ জানাল এনসিপি (ভিডিও) ◈ আমি এই এনসিপির অংশ হচ্ছি না: মাহফুজ আলম ◈ দেশে প্রবাসী আয়ে রেকর্ড ঢল: ডিসেম্বরের প্রথম ২৭ দিনে এলো ৩৩ হাজার ৫৭৪ কোটি টাকা ◈ জানুয়ারিতে চালু হবে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট  ◈ হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার সম্পন্ন করা হবে,আগামী ১০ দিনের মধ্যে চার্জশিট : স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ নির্বাচন ও গণভোট সামনে রেখে ৮ সিদ্ধান্ত বাস্তবায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ইসির চিঠি ◈ তাহেরির মাহফিল বন্ধ করেছে উপজেলা প্রশাসন, জানা গেল কারণ ◈ সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে ভারতের উদ্দেশ্যপ্রণোদিত বর্ণনা প্রত্যাখ্যান বাংলাদেশের

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২১, ০৮:৪৮ সকাল
আপডেট : ২০ জানুয়ারী, ২০২১, ০৮:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুজিববর্ষে মঠবাড়িয়ায় ভূমিহীনদের ঘর ২৩ জানুয়ারি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

এইচ আকন: [২] পিরোজপুরের মঠবাড়িয়ায় মুজিব শতবর্ষে ঘর পাচ্ছেন ৪০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। মুজিববর্ষে দেশের কোন মানুষ গৃহহীন থাকবে না প্রধানমন্ত্রীর এ ঘোষণা অনুযায়ী মঠবাড়িয়া উপজেলায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ১ম পর্যায়ের ৪০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য বরাদ্দকৃত ঘরগুলোর কাজ সম্পন্ন হয়েছে।

[৩] আগামী ২৩ জানুয়ারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপকারভোগী পরিবারের নিকট ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন। এছাড়া আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ২য় পর্যায়ে এ উপজেলায় আরো ১৪১টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর দেয়া হবে।

[৪] উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ১ম পর্যায়ের উপজেলার সাতটি ইউনিয়নের ৪০টি ভূমিহীন ও গৃহহীনদের ঘর দেয়া হয়েছে। এরমধ্যে তুষখালী ইউনিয়নে ৪টি, ধানীসাফা ইউনিয়নে ৯টি, টিকিকাটা ইউনিয়নে ১১টি, বেতমোর রাজপাড়া ইউনিয়নে ৩টি, হলতাগুলিসাখালী ইউনিয়নে ৪টি, সাপলেজা ইউনিয়নে ৭টি ও বড়মাছুয়া ইউনিয়নে ২টি।

[৫] উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার জানান, ভূমিহীন ও গৃহহীনদের জন্য ১ লাখ ৭১ হাজার টাকা ব্যয়ে প্রতিটি ঘর নির্মাণ করা হয়েছে।

[৬] উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আকাশ কুমার কুন্ডু জানান, ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২৩ জানুয়ারী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ১ম পর্যায়ের ৪০ টি ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন এবং ২য় পর্যায়ে এ প্রকল্পের আওতায় মঠবাড়িয়ায় আরও ১৪১ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর দেয়া হবে। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়