শিরোনাম
◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের ◈ এ‌শিয়া কা‌পে ওমানকে হারা‌লো আরব আমিরাত ◈ বাংলাদেশ দলের বিরু‌দ্ধে আমা‌দের চ্যালঞ্জ নি‌য়ে খেল‌তে হ‌বে: আফগানিস্তান কোচ ◈ বাংলাদেশি পাসপোর্ট সহ টিউলিপের ট্যাক্স ফাইলের খোঁজ পেয়েছে এনবিআর ◈ জলদস্যুদের ধাওয়ায় ট্রলারডুবি: ২৪ ঘণ্টা সাগরে ভেসে ১৮ জেলের জীবনরক্ষা ◈ চীনের ঋণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অগ্রসর হচ্ছে বাংলাদেশ

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২১, ০৭:০১ সকাল
আপডেট : ২০ জানুয়ারী, ২০২১, ০৭:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কি.মি. যানজটে ভোগান্তিতে যাত্রীরা

গাজীপুর প্রতিনিধি: [২] বুধবার (২০ জানুয়ারি) সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলাচলকারী যানবাহনের যাত্রীরা পড়েছে চরম ভোগান্তিতে।

[৩] স্থানীয় সূত্রে জানা যায়, জেলার কালিয়াকৈরের খারাজোরা এলাকায় ফ্লাইওভারের নির্মাণ কাজ চলমান থাকায় ওই মহাসড়কে চার লেনের দুই লেইন দিয়ে যান চলাচল করায় এ যনজটের সৃষ্টি হয়েছে। সূত্রাপুর থেকে শুরু হয়ে চন্দ্রা মোড় পার হয়ে আরো কয়েক কলোমিটার জুড়ে লেগে আছে দীর্ঘ এ যানজট।

[৪] যানজটের ভোগান্তিতে পড়া যাত্রী রুবেল আমিন বলেন, পাবনা যাওয়ার উদ্দেশ্যে সকাল আটটার দিকে ঢাকা থেকে বাসে উঠেন তিনি। সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুরের চন্দ্রা এসে পৌঁছান। দীর্ঘ যানজটের কারনে চরম ভোগান্তি শেষে প্রায় আড়াই ঘন্টায় তিনি গাজীপুরের কালিয়াকৈর পার হয়েছেন।

[৫] চন্দ্রা থেকে মির্জাপুর অংশের দায়িত্বে থাকা গোড়াই হাইয়ে থানার ওসি মো: মোজাফফর হোসেন জানান, কালিয়াকৈর খাড়াজোড়া এলাকায় সড়কে নির্মাণ কাজ চলমান রয়েছে। এতে করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চার লেনে চলাচলকারী যানবাহন গুলো দুই লেনে চলছে। তাই যানচলাচল ধীর গতি থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। বর্তমানে যানজট গোড়াই নাসির গ্লাস কারখানার পরেও দীর্ঘ রয়েছে।

[৬] মূলত গত মঙ্গলবার (১৯ জানুয়ারি) দিনগত রাত দুই থেকে এ দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে। যানজট নিরসনে টাঙ্গাইলের মির্জাপুর গোড়াই, কালিয়াকৈর রেল ওভার পাসের পাশের্^, খাড়াজোড়াসহ বেশ কয়েকটি পয়েন্টে ট্রাফিক পুলিশ কাজ করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়