ইমরুল শাহেদ: পরিচালক ইফতেখার চৌধুরী নতুন ছবি ‘মুক্তি’র শুটিং শুরু করেছেন। এ ছবির নায়কদের একজন কায়েস আরজু বলেছেন, তারা টানা ১৩ দিন শুটিং করবেন। এ শুটিং হবে ঢাকার আশপাশেই। বাণিজ্যিক ছবির নির্মাতা হিসেবে ইফতেখার চৌধুরীর একটা সুনাম আছে। বাণিজ্যিক ছবির এই নির্মাতা মুক্তি ছবিতে রাজ রীপা নামে একজন নবাগতকে সুযোগ দিয়েছেন। এর আগে তিনি জাজ মাল্টিমিডিয়ার অগ্নি এবং অগ্নি২ ছবি নির্মাণ করেছেন মাহিয়া মাহীকে নিয়ে। প্রশ্ন হচ্ছে ইফতেখার চৌধুরীর নাম এলেই এসে যায় নায়িকা ববির নাম।
গুজব ছিল তারা বিয়ে করেছেন। কিন্তু সেই গুজবের অবসান হয় যখন ববি পারিবারিক পছন্দে বিয়ে করবেন বলে একটি বিবৃতি দেন। ইফতেখার চৌধুরী এ পর্যন্ত দশটি ছবি নির্মাণ করেছেন। তার মধ্যে সাতটি ছবিরই নায়িকা ববি। ইফতেখার-ববি জুটির নোলক ছবিটি ব্যবসা ক্ষেত্রে বিপর্যয়ে পড়ার পর পরিচালক নিজের ধ্যান-ধারণায় পরিবর্তন আনেন বলে জানা গেছে। ইফতেখারের সঙ্গে কাজ করা ববির সাতটি ছবি হলো খোঁজ-দ্য সার্চ, দেহরক্ষী, রাজত্ব, বিজলী, অ্যাকশন জেসমিন, ওয়ান ওয়ে এবং নোলক। বর্তমানে ববি শুটিংয়ের বাইরে রয়েছেন।
তিনি কোভিডাক্রান্ত হয়ে বিছানায় পড়ে যাওয়ার কারণে তার শুটিং করা আরও অনিশ্চিত হয়ে পড়ে। তবে কোভিড মুক্ত হলেও কাজে ফেরেননি এখনও। কোভিড মহামারীর কারণে শুরু হওয়া সাধারণ ছুটির আগে পর্যন্ত সৈকত নাসিরের ‘আকবর’ ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় কাটিয়েছেন ববি। কিন্তু ঘরবন্দি হওয়ায় কাজটি আর এগোয়নি। কোভিডে আক্রান্ত হওয়ার সময়টা তার জন্য বেশ কষ্টের ছিল বলে মন্তব্য করেন তিনি। শুটিংয়ে ফেরা প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, করোনামুক্ত হলেও শরীর এখনো বেশ দুর্বল। তবে কাজে ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছি। পরিচালক সৈকত নাসির তার ‘আকবর’ সিনেমাটি দিয়ে শুটিংয়ে ফিরতে বলছেন। এই সিনেমা দিয়েও ফিরতে পারি, আবার নতুন কোনো সিনেমার মধ্য দিয়েও ক্যামেরার সামনে দাঁড়াতে পারি।