শিরোনাম
◈ বিপিএলে নোয়াখালী‌তে খেল‌বেন মোহাম্মদ নবি, সিলেটে সালমান  ◈ মে‌ক্সি‌কোর বিশ্বকাপ স্টেডিয়ামের পাশে শত শত ব্যাগে মানুষের দেহাবশেষ উদ্ধার ◈ চি‌কিৎসাধীন খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত, তবে ওষুধে রেসপন্স করছেন ◈ দেশের বাজারে কমলো স্বর্ণের দাম, আজ থেকে নতুন দরে বিক্রি ◈ সকাল ৬টায় ঢাকায় ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত ◈ গভীর রাতে নোয়াখালীর সোনাপুরে বিআরটিসি ডিপোতে ২ বাসে আগুন ◈ খালেদা জিয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উৎকণ্ঠা—এভারকেয়ারে নজর সবার ◈ প্রবাসীদের রেমিট্যান্সে বাড়তি খরচ কমাতে নতুন ছক চালু করল বাংলাদেশ ব্যাংক ◈ ১০ মাস পর প্রার্থী পরিবর্তন: খুলনা-১ এ জামায়াতের টিকিট পেলেন কৃষ্ণ নন্দী ◈ খালেদা জিয়ার চিকিৎসায় চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ারে

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২১, ০২:৫২ রাত
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২১, ০২:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিলেটে নারীদের প্রস্তুতি ম্যাচে সবুজ দলের জয়

মাহিন সরকার: [২] সিলেটে চলছে নারী ক্রিকেট দলের মাসব্যাপী ক্যাম্প। সেখানে ৬টি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে তাদের। ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটাররা লাল ও সবুজ দলে বিভক্ত হয়ে সোমবার ১৮ জানুয়ারি প্রথম ম্যাচে মুখোমুখি হলেন।

[৩] প্রথম প্রস্তুতি ম্যাচে নিগার সুলতানার সবুজ দল ৬৭ রানে রুমানা আহমেদের লাল দলকে পরাজিত করে। প্রস্তুতি ম্যাচে আলো ছড়িয়েছেন সবুজ দলের জ্যোতি। ৯৯ রানে অপরাজিত ছিলেন তিনি।

[৪] সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এই ম্যাচে আগে ব্যাট করতে নেমে সুবজ দল নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১৯ রান সংগ্রহ করে। দুই নম্বরে ব্যাট করতে নেমে জ্যোতি শেষ পর্যন্ত অপরাজিত থেকে করেন ৯৯ রান। এক রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন তিনি।

[৫] এছাড়া পিংকি ৩৪, মুস্তারি ২৪, লতা মন্ডল ২২ রান করেন। লাল দলের হয়ে একটি করে উইকেট নেন সন্ধ্যা, মেঘলা ও রিতু।

[৬] জবাবে ব্যাট করতে নেমে ৪৯ ওভারে ১৫২ রানে গুটিয়ে যায় লাল দল। দলের ব্যাটারদের প্রায় সবাই ব্যর্থ ছিলেন। অধিনায়ক রুমানা যা একটু চেষ্টা করেন। ১০৫ বল খেলে সর্বোচ্চ ৪৭ রান করেন। ৩৫ রান আসে সালমা খাতুনের ব্যাট থেকে। বিজয়ী দলের পূজা ১৯ রান খরচায় ৩টি উইকেট নেন। দুটি করে উইকেট নেন জাহানারা আলম ও লতা।

[৫] ৪ জানুয়ারি থেকে সিলেটে ২৯ নারী ক্রিকেটারকে নিয়ে ক্যাম্প শুরু হয়। করোনা পরবর্তী সময়ে নারীদের প্রথম কোনও ম্যাচ ছিল এটি। মেয়েদের ক্যাম্পের কোচের দায়িত্ব পালন করছেন ফয়সাল হোসেন ডিকেন্স। এই ক্যাম্প শেষে সংক্ষিপ্ত একটি দল ঘোষণার কথা রয়েছে। সিলেটে নারীদের ক্যাম্পের সঙ্গে আছেন নারী ক্রিকেটের নির্বাচক মঞ্জুরুল ইসলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়