শিরোনাম
◈ অর্থের বিনিময়ে ৬ বছরের শিশুকে বিয়ে: তালেবান প্রশাসনের হস্তক্ষেপে আপাতত রক্ষা! ◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ ঢাকায় হবে এশিয়া কাপের সভা, ভারত অংশ নে‌বে না

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২১, ০২:৫২ রাত
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২১, ০২:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিলেটে নারীদের প্রস্তুতি ম্যাচে সবুজ দলের জয়

মাহিন সরকার: [২] সিলেটে চলছে নারী ক্রিকেট দলের মাসব্যাপী ক্যাম্প। সেখানে ৬টি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে তাদের। ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটাররা লাল ও সবুজ দলে বিভক্ত হয়ে সোমবার ১৮ জানুয়ারি প্রথম ম্যাচে মুখোমুখি হলেন।

[৩] প্রথম প্রস্তুতি ম্যাচে নিগার সুলতানার সবুজ দল ৬৭ রানে রুমানা আহমেদের লাল দলকে পরাজিত করে। প্রস্তুতি ম্যাচে আলো ছড়িয়েছেন সবুজ দলের জ্যোতি। ৯৯ রানে অপরাজিত ছিলেন তিনি।

[৪] সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এই ম্যাচে আগে ব্যাট করতে নেমে সুবজ দল নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১৯ রান সংগ্রহ করে। দুই নম্বরে ব্যাট করতে নেমে জ্যোতি শেষ পর্যন্ত অপরাজিত থেকে করেন ৯৯ রান। এক রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন তিনি।

[৫] এছাড়া পিংকি ৩৪, মুস্তারি ২৪, লতা মন্ডল ২২ রান করেন। লাল দলের হয়ে একটি করে উইকেট নেন সন্ধ্যা, মেঘলা ও রিতু।

[৬] জবাবে ব্যাট করতে নেমে ৪৯ ওভারে ১৫২ রানে গুটিয়ে যায় লাল দল। দলের ব্যাটারদের প্রায় সবাই ব্যর্থ ছিলেন। অধিনায়ক রুমানা যা একটু চেষ্টা করেন। ১০৫ বল খেলে সর্বোচ্চ ৪৭ রান করেন। ৩৫ রান আসে সালমা খাতুনের ব্যাট থেকে। বিজয়ী দলের পূজা ১৯ রান খরচায় ৩টি উইকেট নেন। দুটি করে উইকেট নেন জাহানারা আলম ও লতা।

[৫] ৪ জানুয়ারি থেকে সিলেটে ২৯ নারী ক্রিকেটারকে নিয়ে ক্যাম্প শুরু হয়। করোনা পরবর্তী সময়ে নারীদের প্রথম কোনও ম্যাচ ছিল এটি। মেয়েদের ক্যাম্পের কোচের দায়িত্ব পালন করছেন ফয়সাল হোসেন ডিকেন্স। এই ক্যাম্প শেষে সংক্ষিপ্ত একটি দল ঘোষণার কথা রয়েছে। সিলেটে নারীদের ক্যাম্পের সঙ্গে আছেন নারী ক্রিকেটের নির্বাচক মঞ্জুরুল ইসলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়