শিরোনাম
◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২১, ১০:২৩ দুপুর
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২১, ১০:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সামরিক শক্তি না থাকলে নতজানু হয়ে থাকতে হয়: ইরানি জেনারেল

রাশিদুল ইসলাম : [২] ইরানের বেসামরিক প্রতিরক্ষা সংস্থার প্রধান ব্রিগেডিয়ার জেনারেল গোলামরেজা জালালি বলেছেন, যুক্তরাষ্ট্রের কঠিন নিষেধাজ্ঞার কারণেই ইরান বর্তমানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন শক্তিতে এত বড় সাফল্য অর্জন করেছে। মার্কিন নিষেধাজ্ঞা না থাকলে ইরান হয়তো ভিন্ন উপায়ে নিজের সমরাস্ত্রের প্রয়োজন মেটাতে যেয়ে নিজস্ব প্রযুক্তিতে সামরিক সক্ষমতা অর্জনের চিন্তা করার সুযোগ পেত না। ফারস/প্রেসটিভি

[৩] তেহরানে এক অনুষ্ঠানে জেনারেল জালালি বলেন, সামরিক শক্তি অর্জন করতে না পারলে ন্যায়সঙ্গত আলোচনায় অংশগ্রহণ করা সম্ভব নয় না। তিনি বলেন, মার্কিন ক্ষমতার মসনদে ট্রাম্পের উপস্থিতি প্রমাণ করেছে, আজ ও আগামীকালের বিশ্বে শুধুমাত্র আলোচনা ও কূটনীতি দিয়ে বেশিদূর অগ্রসর হওয়া যাবে না।

[৪] ইরান গত শনিবার দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের সাহায্যে ১ হাজার ৮০০ কিলোমিটার দূরের বিভিন্ন লক্ষ্যবস্তু ধ্বংস করেছে। আইআরজিসি’র দু’দিনব্যাপী এক মহড়ায় এই সামরিক শক্তি প্রদর্শন করে ইরান।

[৫] এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ টুইটে বলেছেন তার দেশ গত ২’শ বছরে কোনো যুদ্ধ না করলেও আগ্রাসন মোকাবেলায় বিন্দুমাত্র ছাড় দেবে না। উপসাগরীয় অঞ্চলে মার্কিন বি-৫২ বোমারু বিমান দ্বিতীয়বার মোতায়েনের কথা পেন্টাগন ঘোষণা দিলে জারিফ এ প্রতিক্রিয়া জানান।

[৬] জারিফ বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্পকে উদ্দেশ্য করে এও বলেন মধ্যপ্রাচ্যে বিলিয়ন ডলার খরচ না করে তা যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যখাতে খরচ করা উচিত। বি-৫২ বোমারু বিমান উড়িয়ে ইরানকে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়