ডেস্ক রিপোর্ট : খেলার বাইরেও ধার্মিক সত্তার জন্য অনেকবার ইতিবাচক খবরের শিরোনাম হয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ব্যাটসম্যান হাশিম আমলা।
ক্রিকেটের মতো দীর্ঘ সময়ের খেলা চালিয়ে গেলেও ধর্মেকর্মে কখনো পিছপা ছিলেন না এই সাবেক প্রোটিয়া ব্যাটসম্যান।
তাই ইসলাম ধর্মাবলম্বীদের কাছে ক্রীড়াবিশ্বের এই তারকা ‘আইকন’ হিসেবেই খ্যাত।
ইসলামের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় জার্সিতে কখনোই নিষিদ্ধ পানীয়ের বিজ্ঞাপনের স্থান দেননি আমলা। যে কারণে আয়ের বদলে উল্টো মোটা অংকের জরিমানা গুনেছেন বছরের পর বছর।
এবার সামাজিকমাধ্যম ফেসবুকে তার নামের একটি আইডি থেকে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক (রা.)- এর দুটি বাণী শেয়ার দিলে তা ভাইরাল হয়েছে। যদিও তার টুইটার অ্যাকাউন্টে বলা হয়েছে, তার নিজের কোনো ফেসবুক আইডি নেই।
পোস্টটি প্রথম করে স্পোর্টস ওয়ালে নামে একটি পেজ। হাশিম আমলা সেটি শেয়ার করেন।
হাশিম আমলার শেয়ার করা খলিফা ওমরের হাদিসটি হল, ‘খলিফা উমর বলেনঃ মানুষকে ইসলাম ধর্মের দিকে আহ্বান কর, এমনকি কোনোরকম শব্দ উচ্চারণ ছাড়াও। মানুষ তাকে জিজ্ঞেস করলঃ এটা কীভাবে সম্ভব? উমর বললেনঃ তোমাদের উত্তম আচরণের মাধ্যমে।'
খেলার ফাঁকে মাঠে বসে সতীর্থের সঙ্গে পানি পান করছেন এমন একটি ছবি পোস্ট করে খলিফা উমরের হাদিসটি শেয়ার করেছেন আমলা।
ক্যাপশনে লিখেছেন, আলহামদুলিল্লাহ।
সূত্র- যুগান্তর