শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২১, ০১:৫৪ রাত
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২১, ০১:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রংপুর মেয়র কাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে ফাইনালে বেগম রোকেয়া পাইওনিয়ার্স ও হাড়িভাঙ্গা কাটার্স

আফরোজা সরকার: [২] রোববার রংপুর ক্রিকেট গার্ডেনে সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। সেমি ফাইনালে তাজহাট ওয়ারিয়ার্স বনাম বেগম রোকেয়া পাওনিয়ার্স এবং ঘাঘট গ্লাডিয়ার্স বনাম হাড়িভাঙ্গা কাটার্স অংশ গ্রহন করেন।

[৩] প্রচন্ড কুয়াশা ও তীব্র শীতের কারনে দিনে প্রথম সেমি ফাইনাল খেলা শুরু হতে বিলম্ব হওয়ায় টুর্নামেন্ট পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী খেলাটি ৮ ওভার নির্ধারণ করা হয়। বেলা সাড়ে ১১টায় প্রথম সেমি ফাইনালে অংশ গ্রহন করেন তাজহাট ওয়ারিয়ার্স বনাম বেগম রোকেয়া পাওনিয়ার্স। নির্ধারিত ৮ ওভারে বেগম রোকেয়া পাওনিয়ার্স ৩ ইউকেটে ১২৬ রান সংগ্রহ করেন। জবাবে তাজহাট ওয়ারিয়ার্স নির্ধারিত ৮ ওভারে ৭ ইউকেট হারিয়ে সংগ্রহ করেন ৭২ রান। ফলে ৫৪ রানে জয়লাভ করেন ফাইনালে যান বেগম রোকেয়া পাওনিয়ার্স। এতে ২১বলে ৫৮ রান করে ম্যাচ সেরা হন জাতীয় দলের খেলোয়ার সাব্বির হোসেইন।

[৪] দিনের অপর সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় ঘাঘট গ্লাডিয়ার্স বনাম হাড়িভাঙ্গা কাটার্স এর মধ্যে।

[৫] টুর্নামেন্ট পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী খেলাটি ১৭ওভার নির্ধারণ করা হয়। টচে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ঘাঘট গ্লাডিয়ার্স। নির্ধারিত ১৭ ওভারে ৪ইউকেটের বিনিময়ে ১৩৫ রান সংগ্রহ করেন ঘাঘট গ্লাডিয়ার্স। জবাবে ১৩৬ রানে টার্গেট নিয়ে মাঠে নামেন হাড়িভাঙ্গা কাটার্স। নির্ধারিত ১৭ ওভারে ৮ ইউকেটের বিনিময়ে ১৩৮ রান সংগ্রহ করেন জয়লাভ করেন হাড়িভাঙ্গা কাটার্স। এতে ৪১ বলে ৭৩ রান সংগ্রহ করেন ম্যাচ সেরা নির্বাচিত হন আকবর আলী।

[৬] আগামী ১৯ জানুয়ারি মঙ্গলবার রংপুর ক্রিকেট গার্ডেনে রংপুর মেয়র কাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। উক্ত ফাইনাল খেলায় অংশ গ্রহন করবেন বেগম রোকেয়া পাওনিয়ার্স বনাম হাড়িভাঙ্গা কাটার্স।

[৭] তীব্র শীত ও কুয়াশাকে উপেক্ষা করে রংপুর নগরীসহ জেলার বিভিন্ন উপজেলা ও পার্শ্ববর্তী জেলা থেকে আগত হাজার হাজার ক্রীড়ামোদিরা সেমি ফাইনাল দুটি খেলা উপভোগ করেন। উক্ত টুর্নামেন্টে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটারদের সমন্বয়ে গঠিত রংপুর নগরীর ৮টি ক্রিকেট দল অংশ গ্রহন করেন।
খেলা শেষে মেয়র কাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের সেমি ফাইনাল ম্যাচ সেরা জাতীয় দলের খেলোয়ার আকবর আলী ও সাব্বির হোসেইনকে সম্মাননা প্রদান করেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়