শরীফ শাওন: [২] মূল তালিকা থেকে শিক্ষার্থীদের ভর্তি শেষে ২১-২৫ জানুয়ারির মধ্যে অপেক্ষমান তালিকা থেকে ভর্তি করতে হবে।
[৩] মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) নির্দেশনায় আরও বলা হয়, ভর্তি লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের মূল জন্মনিবন্ধন সনদ, প্রযোজ্য ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সনদ, বিশেষ চাহিদাসম্পন্ন কোটার সনদ, শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী ও সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের সন্তানদের জন্য সংরক্ষিত কোটার সনদসহ অন্য কাগজপত্র যাচাই করতে হবে।
[৪] স্ব স্ব প্রতিষ্ঠান থেকে যাচাই করতে বিদ্যালয়গুলোকে নির্দেশ দিয়েছে মাউশি। এর আগে ১১ জানুয়ারি ৩৯০টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ডিজিটাল লটারির মাধ্যমে ভর্তির মূল তালিকার পাশাপাশি অপেক্ষমান তালিকা প্রকাশ করা হয়।