কামাল শিশির: [২] রামুর খুনিয়াপালংয়ের ধেচুয়াপালং এলাকা থেকে ১৯হাজার ৭শ ইয়াবাসহ মোঃ রফিক আলম (৩৮) নামের রোহিঙ্গাকে আটক করেছে র্যাব।
[৩] বৃহস্পতিবার বিকালে তাকে আটক করা হয়। আটক রফিক আলম বালুখালী রোহিঙ্গা ক্যাম্প, ক্যাম্প নং- ১৭, ব্লক-৮ ইই, এর মৃত আশু আলীর ছেলে।
[৪] ১৫ জানুয়ারি দুপুরে এ সংবাদ নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।
[৫] গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫, কক্সবাজার এর একটি চৌকশ আভিযানিক দল উক্ত ইয়াবাসহ তাকে আটক করে। জানা যায় অন্য একজন আসামী র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।তাকে রামু থানায় হস্তান্তর করা হয়েছে এবং আইনানুগ ব্যাবস্থা নেওয়া হচ্ছে। সম্পাদনা: সাদেক আলী