শিরোনাম
◈ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপিল বিভাগের রায় আজ ◈ স্নাইপার সাফারি: অর্থের বিনিময় মানুষ গুলি করার ‘খেলা’ চালানোর অভিযোগ উঠেছে তিন দশক পর (ভিডিও) ◈ রামপুরায় টিভি ভবনের সামনে বাসে আগুন (ভিডিও) ◈ নিউইয়র্কে পা রাখলেই গ্রেপ্তার করা হবে নেতানিয়াহুকে: হুঁশিয়ারি জোহরান মামদানির ◈ পল্লবী থানার সামনে পরপর তিন ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালালো দুর্বৃত্তরা—আহত ৩ ◈ সাবেক আ.লীগ সরকারের ৩৩২ কোটি টাকায় রোজ গার্ডেন কেনা নিয়ে অনুসন্ধানে দুদক ◈ বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত: প্রণয় ভার্মা ◈ ভোটার কার্ড করেন ৩০ হাজার টাকায়, পাসপোর্ট করতে গিয়ে আটক ◈ গণভোট প্রশ্নে রাজনৈতিক দলগুলোর জিজ্ঞাসায় সিইসির জবাব: ‘আইন ছাড়া সম্ভব নয়’ ◈ অজিত দোভালের সঙ্গে ড. খালিলের সৌজন্য সাক্ষাৎ, আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২১, ০৮:৫৯ সকাল
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২১, ০৮:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রতিটি ঘরে আলো পৌঁছাতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন বিদ্যুৎ বিভাগের প্রতিটা কর্মী: নসরুল হামিদ

কূটনৈতিক প্রতিবেদক: [২] ফরিদপুরের পদ্মার চরের মানুষের মাঝে রীতিমতো উৎসব শুরু হয়ে গেছে।

[৩] ভেরিফায়েড ফেইসবুক পেইজে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ লিখেছেন, দুর্গম এই চরের ১০ হাজারের বেশি পরিবার এবার বিদ্যুতের আলোয় নিজের ঘর আলোকিত করতে পারবে। অনেকদিনের অপেক্ষার অবসান হতে যাচ্ছে।

[৪] ফরিদপুর পল্লীবিদ্যুৎ সমিতি তাদের অফগ্রিড এলাকা পদ্মার চরে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুতায়নের কাজ শুরু করেছে।

[৫] মালামাল বড় নৌকা করে যখন চরের ঘাটে ভিড়েছে তখন বিদ্যুৎ বিভাগের কর্মীদের সঙ্গে স্থানীয় এলাকাবাসীও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।

[৬] ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ’ মূলমন্ত্রকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী এবং আমাদের মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে প্রতিটি ঘরে বিদ্যুতের আলো পৌঁছে দিতে কাজ করে যাচ্ছি আমরা।

[৭] দুর্গম পাহাড় থেকে চরাঞ্চল, বিল পেরিয়ে মাঠ পেরিয়ে বর্তমানে গ্রিড এলাকার শতভাগ মানুষের ঘরে বিদ্যুতের আলো পৌঁছে গেছে।

[৮] এখন কাজ চলছে অফগ্রিড যেসব এলাকা রয়েছে সেখানকার মানুষের কাছে বিদ্যুতের আলো পৌঁছানোর।

[৯] অফগ্রিডে থাকা প্রত্যন্ত, দুর্গম ও বিচ্ছিন্ন এলাকার যে এক শতাংশ বাকি রয়েছে তা আগামী মার্চের মধ্যেই শেষ হবে। সেই হিসেবে মুজিববর্ষেই গ্রিড-অফগ্রিড মিলে দেশে শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন হবে।

[১০] পল্লীবিদ্যুতায়ন বোর্ড (আরইবি) দেশে শতভাগ বিদ্যুতায়নে কাজ করছে। ৪৬২টি গ্রিডভুক্ত উপজেলার শতভাগ বিদ্যুতায়ন শেষ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২৮৮ উপজেলার শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়