শিরোনাম
◈ ওসমান হাদি হত্যাচেষ্টা: ফয়সাল ও আলমগীর গুয়াহাটিতে, ভারতীয় সিম ব্যবহারের নতুন তথ্য প্রকাশ করলেন সাংবাদিক সায়ের ◈ দে‌শের ঐতিহাসিক রেওয়াজ বিজয় দিবসের কুচকাওয়াজ পরপর দুই বছর কেনো বন্ধ করলো অন্তর্বর্তী সরকার? ◈ তানজিম সাকিব আইপিএলে দল পেলেন ৭৫ লাখ রুপিতে! ◈ ওসমান হাদিকে গু‌লি ক‌রে হত‌্যা চেষ্টায় পল্টন থানায় মামলা ◈ পা‌কিস্তান সুপার লিগ শুরু ২৬ মার্চ, ফাইনাল ৩ মে ◈ ক্রিস্টাল প্যালেসকে হারি‌যে আ‌র্সেনা‌লের আ‌রো কা‌ছে ম্যানচেস্টার সিটি  ◈ আইনশৃঙ্খলা ও আচরণবিধি নিশ্চিতই ইসির বড় চ্যালেঞ্জ ইসির ◈ কলকাতায় লজ্জা! হায়দরাবাদে বরণ দেখে মেসি বললেন, এমন ভালবাসা পেয়ে আমি আপ্লুত, কৃতজ্ঞ  ◈ ডিসেম্বরের প্রথম ১৩ দিনে দেশে এসেছে দেড় বিলিয়ন ডলার রেমিট্যান্স ◈ ভারতীয় আগ্রাসন ও আওয়ামী ‘সন্ত্রাসী’ কার্যকলাপ রুখতে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ডাক ইনকিলাব মঞ্চের

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২১, ০৮:৫৯ সকাল
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২১, ০৮:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রতিটি ঘরে আলো পৌঁছাতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন বিদ্যুৎ বিভাগের প্রতিটা কর্মী: নসরুল হামিদ

কূটনৈতিক প্রতিবেদক: [২] ফরিদপুরের পদ্মার চরের মানুষের মাঝে রীতিমতো উৎসব শুরু হয়ে গেছে।

[৩] ভেরিফায়েড ফেইসবুক পেইজে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ লিখেছেন, দুর্গম এই চরের ১০ হাজারের বেশি পরিবার এবার বিদ্যুতের আলোয় নিজের ঘর আলোকিত করতে পারবে। অনেকদিনের অপেক্ষার অবসান হতে যাচ্ছে।

[৪] ফরিদপুর পল্লীবিদ্যুৎ সমিতি তাদের অফগ্রিড এলাকা পদ্মার চরে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুতায়নের কাজ শুরু করেছে।

[৫] মালামাল বড় নৌকা করে যখন চরের ঘাটে ভিড়েছে তখন বিদ্যুৎ বিভাগের কর্মীদের সঙ্গে স্থানীয় এলাকাবাসীও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।

[৬] ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ’ মূলমন্ত্রকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী এবং আমাদের মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে প্রতিটি ঘরে বিদ্যুতের আলো পৌঁছে দিতে কাজ করে যাচ্ছি আমরা।

[৭] দুর্গম পাহাড় থেকে চরাঞ্চল, বিল পেরিয়ে মাঠ পেরিয়ে বর্তমানে গ্রিড এলাকার শতভাগ মানুষের ঘরে বিদ্যুতের আলো পৌঁছে গেছে।

[৮] এখন কাজ চলছে অফগ্রিড যেসব এলাকা রয়েছে সেখানকার মানুষের কাছে বিদ্যুতের আলো পৌঁছানোর।

[৯] অফগ্রিডে থাকা প্রত্যন্ত, দুর্গম ও বিচ্ছিন্ন এলাকার যে এক শতাংশ বাকি রয়েছে তা আগামী মার্চের মধ্যেই শেষ হবে। সেই হিসেবে মুজিববর্ষেই গ্রিড-অফগ্রিড মিলে দেশে শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন হবে।

[১০] পল্লীবিদ্যুতায়ন বোর্ড (আরইবি) দেশে শতভাগ বিদ্যুতায়নে কাজ করছে। ৪৬২টি গ্রিডভুক্ত উপজেলার শতভাগ বিদ্যুতায়ন শেষ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২৮৮ উপজেলার শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়