শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২১, ০৭:৫১ সকাল
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২১, ০৭:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দশম ইউপি নির্বাচন জুন-জুলাইয়ে

বাশার নূরু:[২] দেশে চলমান পৌরসভা নির্বাচনের পরপরই কয়েক ধাপে দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে দশম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। আগামী মার্চ মাসে হালনাগাদ নতুন ভোটার তালিকা অনুযায়ী জুন-জুলাইয়ে নির্বাচন করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যেই স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসকের মাধ্যমে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ সম্পন্ন হয়েছে।

[৩] নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম বলেন, ইউপি নির্বাচনের জন্য প্রথম কাজ ভোটার তালিকা হালনাগাদকরণ। আগামী ২ মার্চ হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করা হবে। নতুন তালিকা অনুসারে সারাদেশে ইউপি নির্বাচন করা হবে। স্থানীয় সরকার আইন অনুসারে, ইউপি নির্বাচনের পর প্রথম সভার তারিখ হতে পরবর্তী ৫ বছর পূর্তি হওয়ার আগের ছয় মাস থেকে ইউপি নির্বাচনের কার্যক্রম গ্রহণ করা যাবে। সেক্ষেত্রে আগামী মার্চ মাস থেকে ভোটের কার্যক্রম শুরু হবে। মার্চের শেষে সুবিধামতো সময়ে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করবো। তবে এ বিষয়ে এখনও কোনো কমিশন সভা হয়নি। ইসির কমিশন সভা হলে ইউপি নির্বাচনের তফসিল চূড়ান্ত করে তা ঘোষণা করা হবে।

[৪] বর্তমানে দেশে ৪ হাজার ৫৭১টি ইউনিয়ন পরিষদ রয়েছে। এর মধ্যে সাড়ে চার হাজার ইউপিতে ভোট করা যাবে। বাকিগুলো মামলা জটিলতার কারণে নির্বাচন আটকে আছে। দেশ স্বাধীন হওয়ার পর থেকে ইতোমধ্যে নয়বার ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ১৯৭৩ সালে প্রথম ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। আর সর্বশেষ ২০১৬ সালে নবম ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। এছাড়াও ১৯৭৭, ১৯৮৩, ১৯৮৮, ১৯৯২, ১৯৯৭, ২০০৩ ও ২০১১ সালে ইউপি নির্বাচন হয়েছে। চলতি ২০২১ সালে জুন জুলাই মাসে অনুষ্ঠিত হচ্ছে দশম ইউপি নির্বাচন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়