নূর মোহাম্মদ : [২] দণ্ডবিধির ৩৭৫ ধারায় 'নারী ধর্ষণ' এর অপরাধের পাশাপাশি 'পুুরুষ ধর্ষণ' বিষয়টি
অপরাধ হিসেবে যুক্ত করতে এই ধারাটির সংশোধন চাওয়া হয়েছে রিটে।
[৩] সুপ্রিম কোর্টের আইনজীবী ও মানবাধিকার কর্মী তাসমিয়া নুহিয়া আহমেদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক ড. মাসুম বিল্লাহ এবং সমাজকর্মী ড. সৌমেন ভৌমিক এই রিট করেছেন।
[৪] রিটে আইন মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ও পুলিশের মহাপরিদর্শককে বিবাদী করা হয়েছে।
[৫] তাসমিয়া নুহিয়া বলেন, 'সম্প্রতি দেশে ছেলে শিশুকে যৌন নির্যাতন ও বলৎকারের ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে। কিন্তু এধরনের নির্যাতনকে ধর্ষণের অপরাধ হিসেবে বিচার করা যাচ্ছে না। তাই দণ্ডবিধির ৩৭৫ ধারা সংশোধন করতে আবেদন করেছি। আগামী সপ্তাহে এ বিষয়ে শুনানি হবে বলে জানান তিনি।