ভূঁইয়া আশিক : [২] রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) অন্যতম এই উপদেষ্টা বলেছেন, ‘র্যাপিড রেসপন্স টিম’ এবার বড় আকারে করা হবে। স্বাস্থ্যকর্মীরা সবসময় প্রস্তুত থাকবে।
[৩] পাশর্^প্রতিক্রিয়া দেখা দিলে কোথায় যাবেন কিংবা কাকে জানাবেন- সেজন্য টেলিফোন নম্বর দেওয়া থাকবে। কেউ অসুস্থ হলে নিকটস্থ সরকারি স্বাস্থ্যকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত লোকেরা যোগাযোগ করবেন। স্বাস্থ্যকর্মীরা না পারলে বিশেষজ্ঞ চিকিৎসকরা তো আছেনই।
[৪] তিনি বলেন, সরকারি উদ্যোগে প্রায়োরিটি গ্রæপকে ভ্যাকসিন দেওয়ার আগে যদি কেউ ভ্যাকসিন আনে, তাহলে সরকারের কাছে বিক্রি করতে হবে। বেসরকারিভাবে ভ্যাকসিন বিক্রির জন্য দাম সুনির্দিষ্ট করা থাকবে। সুপার প্রফিট করার সুযোগ কারও থাকবে না।
[৫]প্রায়োরিটি গ্রুপকে দেওয়ার আগে বেসরকারি প্রতিষ্ঠান ভ্যাকসিন বিক্রি করতে পারবে না।
[৬] করোনা ভ্যাকসিন নতুন, এ নিয়ে কিছুটা দ্বিধাদ্ব›দ্ব থাকবেই। এই উদ্বেগ দূর করার জন্য আমরা প্রতিনিয়ত তথ্যভিত্তিক কথা বলছি।
[৭] অনুমতিপ্রাপ্ত প্রতিটি ভ্যাকসিনই কার্যকর প্রমাণিত হয়েছে, বিশেষ কোনো অসুবিধা পাওয়া যায়নি।
[৮] তিনি বলেন, ভ্যাকসিন নেওয়া বাধ্যতামূলক নয়। যিনি রাজি হবেন, তাকেই ভ্যাকসিন দেওয়া হবে।
সম্পাদনা: সালেহ্ বিপ্লব