শিরোনাম
◈ রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ◈ তারেক রহমানের নেতৃত্বেই জুলাই শহীদদের স্বপ্নের দেশ গড়া সম্ভব : মীর স্নিগ্ধ ◈ স্কুলে ভর্তি এবারও লটারিতে, আবেদনের তারিখ ঘোষণা ◈ মোবাইল ব্যবহার নিয়ে পুলিশ সদস্যদের জরুরি নির্দেশনা ◈ ৪ স্থানে ককটেল বিস্ফোরণ: রাজধানীর সব ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার ◈ বাংলাদেশ সীমান্তের কাছে ভারতের নতুন সামরিক ঘাঁটি: শিলিগুড়ি করিডোর ঘিরে ‘নীরব শক্তি প্রদর্শন’ বলছে টিআরটি ওয়ার্ল্ড ◈ একনেক সভায় ৭ হাজার ১৫০ কোটি টাকার ১২টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ◈ অবৈধ পথে ইতালি গেল ১৮ হাজার বাংলাদেশি, ভিসা পেয়েছে ৯ হাজার: রাষ্ট্রদূত আলেসান্দ্রো ◈ ইসির সিদ্ধান্ত অবৈধ, বাগেরহাটে ৪টি সংসদীয় আসন বহাল ◈ রাতে জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২১, ০১:২৬ রাত
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২১, ০১:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বঙ্গবন্ধুর তিন ছেলের স্মরণে লিডার’স কাপ – গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাব

মাহিন সরকার : [২] বাংলাদেশে এই প্রথম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং তার প্রয়াত তিন ছেলে শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেলকে স্মরণ করে ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটারদের নিয়ে গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাব আয়োজন করতে যাচ্ছে লিডার’স কাপ।

[৩] ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটারদের সমন্বয়ে তিন দল নিয়ে মাঠে গড়াবে এই টুর্নামেন্ট। বঙ্গবন্ধুর তিন ছেলের প্রতি সম্মান প্রদর্শন করে লিডার’স কাপে অংশগ্রহণকারী তিন দলের নামকরণ করা হয়েছে শেখ কামাল চ্যালেঞ্জার্স, শেখ জামাল ওয়ারিয়র্স ও শেখ রাসেল ড্রিমার্স।

[৪] এই টুর্নামেন্টের প্লেয়ার হান্ট ২৩ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত হবে। প্রতিটি দলের জন্য ১৫ জন করে খেলোয়াড় বাছাই করা হবে। গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাব সারাদেশ থেকে ৪৫ জনকে বাছাই করবে। তাদের তিন দলে ভাগ করে তিনটি দল গঠন করা হবে।

[৫] প্লেয়ার হান্ট দেশের আট বিভাগের উল্লেখযোগ্য স্থানে লালমনিরহাট, সাতক্ষীরা, সিলেট জেলায় হবে। লিডার’স কাপ মার্চের ১, ২ ও ৩ তারিখে হবে এবং ২৬ মার্চ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে।

[৬] ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠে হবে এ টুর্নামেন্ট। লিডার'স কাপে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল, এফবিসিসিআই প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম, সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

[৭] এই টুর্নামেন্ট সম্পর্কে বুধবার ১৩ জানুয়ারি স্পোর্টিং ক্লাবের পরিচালক ও ক্রিকেট কোচ রাজু আহমেদ রাজ বলেন, বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সবার অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে আমরা ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটারদের নিয়ে খুব শিগগিরই লিডার’স কাপের আয়োজন করতে যাচ্ছি। দেশের প্রতিটি মানুষ যেন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার জন্য অবদান রাখতে পারে, আমরা সেই লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়