শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২১, ১১:৩৭ দুপুর
আপডেট : ১৩ জানুয়ারী, ২০২১, ১১:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৫০ হাজার মেট্রিকটন গম আমদানিসহ ক্রয় কমিটিতে ৫টি প্রস্তাব অনুমোদন

সোহেল রহমান : [২] ৫০ হাজার মেট্রিকটন গম আমদানিসহ ৫টি প্রস্তাব অনুমোদন দিয়েছে ‘সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’। এতে মোট ব্যয় হবে ৬০৭ কোটি ৭৪ লাখ টাকা। বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত ভার্চুয়াল এ ক্রয় কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

[৩] বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের জানান, সভায় আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে চলতি ২০২০-২১ অর্থবছরের জন্য ৫০ হাজার মেট্রিক টন গম আমদানির একটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। সিঙ্গাপুরের ‘মেসার্স এগ্রোকর্প ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেড’ এ গম সরবরাহ করবে। এতে ব্যয় হবে ১৩৮ কোটি ৬১ লাখ টাকা।

[৪] তিনি জানান, বৈঠকে ভারতের ‘নুমালীগড় রিফাইনারী লিমিটেড’ থেকে জি-টু-জি ভিত্তিতে চলতি ২০২১ সালের পঞ্জিকা বছরের জানুয়ারি-জুন পর্যন্ত সময়ের জন্য ৩০ হাজার মেট্রিক টন ডিজেল ১০৭ কোটি ৭২ লক্ষ টাকায় ক্রয়ের অনুমোদন দেয়া হয়েছে। ‘বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন’ এ ডিজেল আমদানি করবে। প্রিমিয়ামসহ এতে আনুমানিক ব্যয় হবে ১০৭ কোটি ৭২ লাখ টাকা।

[৫] বিপিসি সূত্রে জানা যায়, ৩০ হাজার মেট্রিক টন (২ লাখ ২৩ হাজার ৮০০ ব্যারেল) ডিজেল আমদানিতে ব্যারেল প্রতি রেফারেন্স দর ধরা হয়েছে ৫০ দশমিক ৭০ ডলার এবং প্রিমিয়াম হার হচ্ছে ৫ দশমিক ৫ ডলার। এর মধ্যে ডিজেলের মূল্য বাবদ ১ কোটি ১৩ লাখ ৪৬ হাজার ডলার বা ৯৬ কোটি ৩৯ লাখ টাকা এবং প্রিমিয়াম বাবদ ১২ লাখ ৩০ হাজার ডলার বা ১০ কোটি ৪৬ লাখ টাকা ব্যয় হবে।

[৬] অর্থমন্ত্রী জানান, বৈঠকে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমী কর্তৃক ‘পল্লী জনপদ নির্মাণ’ প্রকল্পের ৩টি সাইটের (রংপুর, বগুড়া ও গোপালগঞ্জ) পূর্ত কাজের দরপ্রস্তাবের ভূতাপেক্ষ অনুমোদন দেয়া হয়েছে। পূর্ত কাজটি করবে ‘বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরী লিমিটেড’। এতে ব্যয় হবে ১৫৪ কোটি ৬০ লাখ টাকা।

[৭] তিনি জানান, বৈঠকে ‘সচিবালয়ে ২০তলা বিশিষ্ট নতুন অফিস ভবন নির্মাণ’ প্রকল্পের ডব্লিউ-২ (এ) লটের পূর্ত কাজ সম্পাদনে ঠিকাদার নিয়োগের একটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। যৌথভাবে এ কাজটি করবে ‘দ্য সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটেড’, ‘ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড’ ও ‘বঙ্গ বিল্ডার্স লিমিটেড’। এতে ব্যয় হবে ১৯৩ কোটি ৭৬ লাখ টাকা।

[৮] অর্থমন্ত্রী জানান, বৈঠকে ‘ন্যাশনাল হাউসহোল্ড ডাটাবেইজ (এনএইচডি)’ প্রকল্পে (৩য় সংশোধিত) পরামর্শক সেবার ব্যয় বৃদ্ধির একটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এতে অতিরিক্ত ব্যয় হবে ১৩ কোটি ৩ লাখ টাকা। যৌথভাবে তিনটি প্রতিষ্ঠান এ কাজে পরামর্শক হিসেবে কাজ করছে। প্রতিষ্ঠানগুলো হচ্ছেÑ ভারতের ‘জেরন ইন্ডিয়া লিমিটেড’, আইওই (বাংলাদেশ) লিমিটেড’ ও জার্মানির ‘টপ ইমেজ সিস্টেম’।

[৮] তিনি জানান, এছাড়া ক্রয় কমিটির বৈঠকে আগে অনুষ্ঠিত ‘অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র সভায় একটি প্রস্তাব নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। এটি হচ্ছে গ্রীসের এথেন্সে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেন্টেনিয়াল স্কুল’ স্থাপনে অর্থ ব্যয়ের ক্ষেত্রে পিপিএ ২০০৬-এর ৬৮(১) এবং পিপিআর ২০০৮-এর বিধি ৭৬ (২) থেকে অব্যাহতি এবং গ্রীসের স্থানীয় আইন অনুসরণের অনুমোদন দেয়া হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ স্কুলটি স্থাপন করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়