শিরোনাম
◈ ‌বিশ্বকা‌পে আজ অস্ট্রেলিয়াকে হারা‌তে চায় বাংলাদেশ নারী দল ◈ এইচএসসিতে কোন বোর্ডে পাসের হার কত, যা যানাগেল ◈ ইসরায়েলি খেলোয়াড়দের ভিসা দেবে না ইন্দোনেশিয়া ◈ সা‌কিব আল হাসান একদিনে তিন ফ্র্যাঞ্চাইজি লিগে নাম লেখালেন  ◈ বাছাই প‌র্বে সব ম্যাচ হেরেও  বিশ্বকাপের দ্বারপ্রান্তে সান মারিনো? ◈ এইচএসসিতে ২০২ শিক্ষা প্রতিষ্ঠানের সবাই ফেল করেছে ◈ স্বর্ণের দামের অস্বাভাবিক ঊর্ধ্বগতি: দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ কেন শীর্ষে ◈ জুলাই সনদ নিয়ে ভিন্নমত: বিএনপি প্রস্তুত, জামায়াত স্পষ্ট নয়, এনসিপি শর্ত দিয়েছে, ৫ দল সই করবে না ◈ শেখ হাসিনার ফোনালাপও গোপনে রেকর্ড করেছিল এনটিএমসি ◈ চাকসু নির্বাচন: ফল ঘোষণা নিয়ে ছাত্রদল-শিবিরের হট্টগোল, প্রো-ভিসি অবরুদ্ধ

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২১, ০১:৩৫ রাত
আপডেট : ১৩ জানুয়ারী, ২০২১, ০১:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যাত্রী সেজে অটোরিক্সা চুরি কালীগঞ্জে চক্রের ৫ সদস্য গ্রেফতার

বিল্লাল হোসেন: [২] গাজীপুরের কালীগঞ্জে ব্যাটারী চালিত অটোরিক্সা চুরি-ছিনতায় চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১২ জানুয়ারী) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে সকালে এ ব্যাপারে থানায় একটি মামলা (নং ৯) দায়ের হয়।

[৩] গ্রেফতার এবং মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কালীঘহ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক।

[৪] গ্রেফতারকৃতরা হলো জেলার কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের উত্তরসোম গ্রামের নাজুক মিয়ার ছেলে নূর ইসলাম (২১), দক্ষিণসোম গ্রামের লোকমান হোসেনের ছেলে শাহাদত হোসেন (২০), একই জেলার গাজীপুর মেট্রোপলিটন পূবাইল থানাধীন তালটিয়া এলাকার সামসুদ্দিনের ছেলে তামিম হাসান (৩২), মনির হোসেনের ছেলে রুবেল হোসেন (৩০) মৃত মনতাজ উদ্দিনের ছেলে সালাম মিয়া (৪০)।

[৫] মামলার বাদী ছাব্বির হোসেন বলেন, গত ১০ তারিখে রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার তুমলিয়া ইউনিয়নের বঙ্গবন্ধু বাজার থেকে আমার অটোরিক্সায় ৪ জন যাত্রী পার্শ্ববর্তী রূপগঞ্জ উপজেলার বেলদি যাওয়ার কথা বলে ২শ টাকা চুক্তিতে ভাড়া করেন। যাত্রী নিয়ে যাওয়ার পথে কালীগঞ্জ উপজেলার বর্তুল নামকস্থানে অটোরিক্সা থামিয়ে প্রস্রাব করেতে গেলে ওই যাত্রী অটোরিক্সা চুরি করে পালিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে অটোরিক্সাটি না পেয়ে গত ১১ জানুয়ারী সকালে ওই ৪ যাত্রীর নাম উল্লেখ করে নিজে বাদী হয়ে থানায় একটি অভিযোগ করি।

[৬] মামলার তদন্ত কর্মকর্তা কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম জানান, অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালিত হয়। এতে প্রথমে এজারনামীয় ২ আসামী গ্রেফতার করা হয়। পরে তাদের জবানবন্দি অনুযায়ী ঘটনার সাথে জড়িত আরো ৩ জনকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের পর গ্রেফতারকৃত ৫ আসামীকে আদালতের মাধ্যমে গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়