শিরোনাম
◈ মিত্র হারিয়ে কোণঠাসা খামেনি: ভেনেজুয়েলা থেকে তেহরান—ইরানের শাসন কি শেষ অধ্যায়ে? ◈ নির্বাচনের আগে টার্গেট কিলিংয়ের ছোবল, নিরাপত্তা নিয়ে শঙ্কা ◈ অ‌স্ট্রেলিয়ান বিগ ব‌্যাশ, রিশাদের দুর্দান্ত বোলিংয়ে শীর্ষস্থানে হোবার্ট ◈ যুদ্ধবিমান নিয়ে বাংলাদেশ-পাকিস্তান আলোচনা, প্রতিক্রিয়ায় যা জানাল ভারত (ভিডিও) ◈ টানা ছয় হার কাটিয়ে জয়ের মুখ দেখল নোয়াখালী এক্সপ্রেস ◈ বাংলাদেশের বিশ্বকাপ খেলা না চাওয়ায় যা বলল ভারত ◈ তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত ◈ ভারমুক্ত হলেন তারেক রহমান, দায়িত্ব পেলেন চেয়ারম্যান পদের ◈ সিআরআইয়ের মাধ্যমে ‘মুজিব ভাই’ সিনেমায় ব্যয় করা হয়েছে ৪২১১ কোটি ◈ উত্তেজনা চরমে বাংলাদেশকে নতুন বার্তা ভারতের

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২১, ০৫:১৮ সকাল
আপডেট : ১২ জানুয়ারী, ২০২১, ০৫:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১০ হাজার লিটার চোরাই ফার্নিশ তেলসহ চক্রের একজন আটক

সুজন কৈরী: নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে ১০ হাজার লিটার চোরাই ফার্নিশ তেল উদ্ধার করেছে র‌্যাব-১১। সেই সঙ্গে আটক করা হয়েছে তেল চোর চক্রের একজন সদস্যকে। আটককৃতের নাম জাহাঙ্গীর আলম (২৮)। জব্দ করা হয়েছে চোরাই কাজে ব্যবহৃত ১টি তেলের ট্যাংকার। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে র‌্যাব।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১ জানিয়েছে, রোববার রাতে সিদ্ধিরগঞ্জের আটি গ্রামের ছাপাখানার দক্ষিণ পাশে অবস্থিত হান্নান প্রধানের ফার্নিশ তেলের হাউজে অভিযান চালিয়ে জাহাঙ্গীরকে আটক করা হয়।

আটককৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে র‌্যাব জানতে পেরেছে, সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় অবস্থিত পদ্মা ও মেঘনা ডিপো কেন্দ্রিক বেশ কয়েকটি চোরাই তেলের সিন্ডিকেট গড়ে উঠেছে। যা বিভিন্ন সময় পত্র পত্রিকায় খবর ও অনুসন্ধানী রিপোর্টে উঠে আসে। হান্নান প্রধানের প্রত্যক্ষ মদদে ওই ডিপো থেকে অবৈধভাবে তেল সংগ্রহ করে মাটির নিচে ৫০ থেকে ৬০ হাজার লিটার ধারণ ক্ষমতার তেলের হাউজ তৈরি করে চোরাই ফার্নিশ তেল গোডাউনে মজুদ করে। রাতের অন্ধকারে তেলের ট্যাংকার ট্রাকে করে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ ও বিক্রি করছে।

র‌্যাব-১১ এর সিপিএসসি’র অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী বলেন, আটক জাহাঙ্গীর পলাতক হান্নান পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে অবৈধভাবে জ্বালানী তেল সংগ্রহ এবং মজুদ করে অবৈধভাবে কেনাবেচা করছে।
পলাতক হান্নানের বিরুদ্ধে এর আগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় বিভিন্ন অপরাধ সংঘটনের দায়ে ১০টি মামলা চলমান রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়