শিরোনাম
◈ ভারতীয় অপতথ্যের ফাঁদে বাংলাদেশ, উদ্বেগজনক হারে বাড়ছে ভুয়া খবর ◈ চুক্তিতে না এলে আগের চেয়েও ভয়াবহ হামলা: ইরানকে ট্রাম্পের নতুন হুমকি ◈ এবার চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেল শিশু, চলছে উদ্ধার কাজ (ভিডিও) ◈ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: টিকিট নিশ্চিত করল বাংলাদেশ ◈ ১৪ বছর পর ঢাকা–করাচি সরাসরি ফ্লাইট, টিকিট কেনার হিড়িকে দ্বিতীয় ট্রিপেরও ৮০ শতাংশ বুকিং ◈ খেলাপি ঋণ কমাতে কঠোর পদক্ষেপ: নাম-ছবি প্রকাশ ও ভ্রমণ নিষেধাজ্ঞার দাবি ◈ বাংলাদেশের নির্বাচনে ‘হাদি প্রভাব’ ◈ নির্বাচনী ব্যয়: হলফনামায় ৩৯৬ কোটি, বাস্তবে কত? ◈ নির্বাচন শান্তিপূর্ণ রাখতে উস্কানিমূলক পরিস্থিতিতে শান্ত থাকবেন নেতাকর্মীদের প্রতি আহ্বান মির্জা আব্বাসের ◈ নির্বাচনী প্রচারণায় একটি রাজনৈতিক দল  ‘ধর্মীয় অনুভূতির অপব্যবহার করছে ’ অভিযোগ  বিএনপির

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২১, ০১:২৭ রাত
আপডেট : ১২ জানুয়ারী, ২০২১, ০১:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাড়ির ছাদে নৌকা রেখে জরিমানার মুখে কাউন্সিলর প্রার্থী

ডেস্ক রিপোর্ট: বাড়ির ছাদে কাঠের তৈরি নৌকা রাখায় মোংলা পোর্ট পৌরসভা নির্বাচনে এক স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১১ জানুয়ারি) দুপুরে বাগেরহাটের মোংলা পোর্ট পৌর শহরের মাদ্রাসা রোডের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আ. জলিল শিকদারের বাড়িতে অভিযান চালায় মোংলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়ন কুমার রাজবংশী।

সে সময় বাড়ির ছাদে কাঠের তৈরি একটি নৌকা পাওয়া যায়। অন্য প্রার্থীর নৌকা প্রতীকী রাখার দায়ে স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থী আ. জলিল শিকদারকে ৪০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

মোংলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়ন কুমার রাজবংশী জানান, নিজের প্রতীক ছাড়া অন্য প্রার্থীর প্রতীকী নৌকা রেখে আচরণবিধি লঙ্ঘন করার দায়ে ওই কাউন্সিলর প্রার্থীকে জরিমানা করা হয়েছে।

তবে কাউন্সিলর প্রার্থী আ. জলিল শিকদার জানান, তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সক্রিয় সদস্য। তাই আওয়ামী লীগের সমর্থন নিয়ে নির্বাচন করার ইচ্ছেও ছিল তার। কিন্তু স্থানীয় নেতারা তাকে না দিয়ে অন্য জনকে দলীয় প্রার্থী হওয়া সুযোগ করে দেয়ার কারণে স্বতন্ত্র প্রার্থী হয়ে কাউন্সিলর পদে নির্বাচনে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে। প্রার্থীতা বাছাইয়ের আগে তিনি আওয়ামী লীগের ছিলেন এবং তার পরিবারের সকল সদস্যরা এখনও আওয়ামী লীগের বিভিন্ন নেতৃত্বে রয়েছেন। নির্বাচনের আগে দলের কাছে নমিনেশন চেয়ে নৌকা প্রতীক নিয়ে মিছিল করে সমাবেশ যোগ দেন। ওই সময় তিনি নৌকাটি বানিয়েছিলেন এবং সম্মান সহকারে সেটি বাড়ির ছাদে রেখে দেন।

তিনি আরও বলেন, দল সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে প্রার্থী হওয়ায় তাকে হেয়প্রতিপন্ন করার জন্যই প্রতিপক্ষ এ ঘটনার ঘটিয়েছে। তাকে দল থেকে বহিষ্কার করলেও মনে প্রাণে এখনও আওয়ামী লীগকে ভালবাসেন। আওয়ামী লীগকে ভালবেসে বাড়ির ছাদে প্রতীকী নৌকা রাখা কেন অপরাধ হবে প্রশ্ন স্বতন্ত্র প্রার্থী জলিল শিকদারের। সময়টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়