শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২১, ০৭:১২ সকাল
আপডেট : ১১ জানুয়ারী, ২০২১, ০৭:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুবাইয়ে টি-টেন ক্রিকেট খেলতে আর বাধা নেই আফিফ-নাসিরদের

স্পোর্টস ডেস্ক : [২] চলতি মাসে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টেন লিগে খেলতে পারবেন বাংলাদেশের ক্রিকেটাররা। তাদের অনাপত্তিপত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

[৩] ২৮ জানুয়ারি মাঠে গড়াবে ক্রিকেটের এই নতুন ফরম্যাট। যা শেষ হবে ৬ ফেব্রুয়ারি। ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছিল টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট। সেখান থেকে দল পেয়েছিলেন নাসির হোসেন, আফিফ হোসেন, শেখ মেহেদি হাসান, মুক্তার আলী, তাসকিন আহমেদ এবং মোসাদ্দেক হোসেন সৈকত। অপেক্ষা ছিল শুধু অনাপত্তিপত্র পাওয়ার।

[৪] আকরাম বলেন, হ্যাঁ আমরা ক্রিকেটারকে এনওসি দিয়েছি। তাদের এখন সেখানে খেলতে গিয়ে কোনো বাঁধা নেই। তাসকিন, মোসাদ্দেক আর মুক্তারকে নিয়েছে মারাঠা অ্যারাবিয়ান্স। দলটির আইকন ক্রিকেটার হিসেবে আছেন পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব মালিক। এছাড়া মোহাম্মদ হাফিজ, লরি ইভান্স, প্রবীণ তাম্বেরা আছেন এই দলে।

[৫] পুনে ডেভিলস দলে নিয়েছে নাসির হোসেনকে। এই দলের আইকন ক্রিকেটার শ্রীলঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা। এছাড়া পাকিস্তানের মোহাম্মদ আমির, ইংল্যান্ডের স্যাম বিলিংস, শ্রীলঙ্কার আজান্তা মেন্ডিসের মতো তারকারা আছেন এই দলে।

[৬] দুই অফস্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান আর আফিফ হোসেনকে দলে নিয়েছে বাংলা টাইগার্স। এই দলের আইকন ক্রিকেটার লঙ্কান পেসার ইসুরু উদানা। এছাড়া দলে আছেন আন্দ্রে ফ্লেচার, জনসন চার্লস, মুজিব উর রহমানের মতো তারকা। - ক্রিকফ্রেঞ্জি/ ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়