শিরোনাম
◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২১, ১০:১৮ দুপুর
আপডেট : ১০ জানুয়ারী, ২০২১, ১০:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে সামনে রেখে অনুশীলন শুরু টিম টাইগারদের

রাহুল রাজ : [২] ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন সিরিজকে সামনে রেখে আজ রোববার ১০ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক অনুশীলন শুরু করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। করোনা পরীক্ষায় নেগেটিভ আসা খেলোয়াড়রাই কেবল মাঠে নামার সুযোগ পাবেন। অবশ্য প্রথম ধাপের পরীক্ষায় সবার নেগেটিভ আসে।

[৩] সিরিজে ডাক পাওয়া খেলোয়াড়রা আজ সকালেই অনুশীলন শুরু করে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে রিপোর্ট করা হয়েছে সকাল ৯ টায়। তারপর দীর্ঘক্ষণ রানিংয়ের পর ক্রিকেটাররা করেছেন ব্যাটিং অনুশীলন। বোলিং কোচ ওটিস গিবসন বিশেষ কাজ করেছেন পেসারদের নিয়ে।

[৪] ইনডোরে ব্যাটিং করেছেন মুশফিক-সাকিব-তামিম-রিয়াদরা। উপস্থিত ছিলেন হেড কোচ রাসেল ডমিঙ্গো। অনুশীলনের পর টিম হোটেলে উঠবেন ক্রিকেটাররা। সূচি অনুযায়ী খেলোয়াড়রা চারদিন শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন করবেন। পরে ১৪ ও ১৬ জানুয়ারি নিজেদের মধ্যে দুটি অনুশীলন ম্যাচ খেলবেন তারা।

[৫] এদিকে সকাল সাড়ে ১০টায় ঢাকায় এসেছে ক্যারিবীয় দল। তিনদিন পর তারাও শুরু করবেন অনুশীলন। এছাড়া সিরিজের প্রথম ওয়ানডে হবে ২০ জানুয়ারি, মিরপুরে। দ্বিতীয় ম্যাচও একই ভেন্যুতে ২২ জানুয়ারি। তৃতীয় ওয়ানডে হবে চট্টগ্রামে ২৫ জানুয়ারি। দুই টেস্টের প্রথম টেস্টও চট্টগ্রামে শুরু হবে ৩ ফেব্রুয়ারি। সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টেও আসর বসবে ১১ ফেব্রুয়ারি, মিরপুরে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়