ডেস্ক রিপোর্ট: নাটোরের নলডাঙ্গা উপজেলার বাঁশভাগ এলাকায় এক গৃহবধূকে দুঃস্থ মাতার কার্ড করে দেওয়ার নামে ধর্ষণ ও সেই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে দিনের-পর-দিন ধর্ষণের অভিযোগ উঠেছে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে।
অভিযুক্ত সিরাজ দেওয়ানের ছেলে ইব্রাহিম দেওয়ান পিপরুল ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
নলডাঙ্গা থানায় অভিযোগ এর পাশাপাশি সেই ধর্ষণের ভিডিও পুলিশের হাতে আসা মাত্রই অভিযানে নামে পুলিশ। অভিযানে অভিযুক্ত এবং অভিযুক্তের সহকারীকে এরইমধ্যে আটক করা হয়েছে বলে জানান নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা।ডিবিসি