শিরোনাম
◈ জুলাই বিপ্লবের পর রাজনৈতিক দলগুলোর সহযোগিতা পাইনি — উপদেষ্টা আসিফ মাহমুদ ◈ ক্ষুদ্র ইন্টারনেট অপারেটরদের বাজার থেকে হটাতে ডিডস আক্রমণ চলছে: ফয়েজ আহমদ তৈয়্যব ◈ হিন্দুদের কারো কারো ‘জামায়াতে যোগ দেওয়ার’ কারণ কী, তাদের নেতৃত্ব দেওয়ার সুযোগ আছে? ◈ বাংলা‌দেশ‌কে হা‌রি‌য়ে সি‌রি‌জে ২-১ এ এ‌গি‌য়ে গে‌লো আফগা‌নিস্তান ◈ গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত চলছে, ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে: মির্জা ফখরুল ◈ হংকং সি‌ক্সেস ক্রিকে‌টে শ্রীলঙ্কা‌কে ১৪ রা‌নে হারা‌লো বাংলাদেশ ◈ শনিবার থেকে লাগাতার অবস্থান কর্মসূচি প্রাথমিক শিক্ষকদের ◈ নির্বাচনের আগে গণভোট চাওয়া নির্বাচন বানচালের ষড়যন্ত্র: মির্জা ফখরুল ◈ ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে নির্বাচন আয়োজনের পূর্ণ প্রস্তুতি সম্পন্ন: ইসি মাছউদ ◈ নতুন বাংলাদেশে মুক্তিযুদ্ধের ব্যবসা চলবে না: ডাকসু ভিপি (ভিডিও)

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২১, ০১:৫২ রাত
আপডেট : ০৯ জানুয়ারী, ২০২১, ০১:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শিল্পী শাহাবুদ্দীন ও প্রধানমন্ত্রীর আঁকা ছবি নিজের দাবি করলেন আশরাফুল আলম পপলু

সমীরণ রায়: [২] শিল্পকলা একাডেমির চিত্রশালা ভবন থেকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী শাহাবুদ্দিন আহমেদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার যৌথভাবে আঁকা একটি চিত্রকর্ম সরিয়ে ফেলার অভিযোগ উঠেছে চারুকলা বিভাগের সাবেক পরিচালক আশরাফুল আলম পপলুর বিরুদ্ধে।

[২] ২০১৮ সালের ১৮ মার্চ রাজধানীর শিল্পকলা একাডেমিতে ফ্রান্স প্রবাসী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী শাহাবুদ্দিন আহমেদের একক চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী আয়োজনে শিল্পী শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যৌথভাবে একটি ছবি এঁকে উপহার দেন শিল্পকলা একাডেমিকে।

[৩] ফ্রান্স সরকারের 'নাইট ইন দ্য অর্ডার অব আর্ট অ্যান্ড লিটারেচার' উপাধি পাওয়া শিল্পী শাহাবুদ্দিন এবং শেখ হাসিনার যৌথভাবে আঁকা চিত্রটির মূল্য আন্তর্জাতিক বাজারে কোটি টাকা হবে বলে ধারণা, দেশের শিল্পবোদ্ধাদের।

[৪] গ্যালারি কায়ার স্বত্তাধিকারী গৌতম চক্রবর্তী বলেন, এই চিত্রকর্মটির দাম কোটিও ছাড়াতে পারে।

[৫] ২০১৯ সালে শিল্পকলা একাডেমির সম্পদ এই ছবিটি গোপনে নিজের বাসায় নিয়ে যান আশরাফুল আলম পপলু। এই চিত্রকর্ম ফেরত চেয়ে এরইমধ্যে পপলুকে দুইবার লিখিত নির্দেশ দিয়েও সাড়া পায়নি কর্তৃপক্ষ।

[৬] আশরাফুল আলম পপলু বলেন, চিত্রকর্মটি আমার কাছে রক্ষিত আছে। যখন সিদ্ধান্ত হবে, কোথাও দিবো বা হস্তান্তর করবো, তখন দিবো।

[৭] শিল্পী শাহাবুদ্দিন শিল্পকলা একাডেমিকে জানিয়েছেন, তিনি এবং প্রধানমন্ত্রী ছবিটি শিল্পকলা একাডেমির সংগ্রহশালায় রাখার জন্য উপহার দেন।

[৮] শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের কর্মকর্তা তৈমুর হান্নান বলেন, পপলু চিত্রকর্মটি ব্যক্তিগত সংগ্রহে নিয়ে গেছেন।

[৯] চারুকলা বিভাগের বর্তমান পরিচালক সৈয়দা মাহবুবা করিম বলেন, চিত্রকর্মটি উদ্ধারে সব ধরনের চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়