শিরোনাম
◈ এমবাপ্পের দুই পেনাল্টি গোলে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে রিয়াল মাদ্রিদের শুভ সূচনা ◈ যে কারণে শিবির ক্যাম্পাসে জিতছে, সেই কারণেই বিএনপি জাতীয় নির্বাচনে জিততে পারে: দ্য ডিপ্লোম্যাটের নিবন্ধ ◈ টানা দুই হা‌রের পর জ‌য়ে ফির‌লো মেসির ইন্টার মায়ামি ◈ করমর্দন বিতর্কে সুনীল গাভাস্কার - ক্রীড়া এবং রাজনীতি কখনোই আলাদা ছিল না  ◈ সীমানা পুনর্নিধারণ নিয়ে চ্যালেঞ্জের মুখে নির্বাচন কমিশন ◈ বাংলাদেশ-ভারত সম্পর্ক হবে গঠনমূলক ও ভবিষ্যতমুখী: হাইকমিশনার প্রণয় ভার্মা ◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ আইসিসির শাস্তির ভ‌য়ে এশিয়া কাপ বয়কট কর‌ছে না পাকিস্তান ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২১, ০১:৫২ রাত
আপডেট : ০৯ জানুয়ারী, ২০২১, ০১:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শিল্পী শাহাবুদ্দীন ও প্রধানমন্ত্রীর আঁকা ছবি নিজের দাবি করলেন আশরাফুল আলম পপলু

সমীরণ রায়: [২] শিল্পকলা একাডেমির চিত্রশালা ভবন থেকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী শাহাবুদ্দিন আহমেদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার যৌথভাবে আঁকা একটি চিত্রকর্ম সরিয়ে ফেলার অভিযোগ উঠেছে চারুকলা বিভাগের সাবেক পরিচালক আশরাফুল আলম পপলুর বিরুদ্ধে।

[২] ২০১৮ সালের ১৮ মার্চ রাজধানীর শিল্পকলা একাডেমিতে ফ্রান্স প্রবাসী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী শাহাবুদ্দিন আহমেদের একক চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী আয়োজনে শিল্পী শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যৌথভাবে একটি ছবি এঁকে উপহার দেন শিল্পকলা একাডেমিকে।

[৩] ফ্রান্স সরকারের 'নাইট ইন দ্য অর্ডার অব আর্ট অ্যান্ড লিটারেচার' উপাধি পাওয়া শিল্পী শাহাবুদ্দিন এবং শেখ হাসিনার যৌথভাবে আঁকা চিত্রটির মূল্য আন্তর্জাতিক বাজারে কোটি টাকা হবে বলে ধারণা, দেশের শিল্পবোদ্ধাদের।

[৪] গ্যালারি কায়ার স্বত্তাধিকারী গৌতম চক্রবর্তী বলেন, এই চিত্রকর্মটির দাম কোটিও ছাড়াতে পারে।

[৫] ২০১৯ সালে শিল্পকলা একাডেমির সম্পদ এই ছবিটি গোপনে নিজের বাসায় নিয়ে যান আশরাফুল আলম পপলু। এই চিত্রকর্ম ফেরত চেয়ে এরইমধ্যে পপলুকে দুইবার লিখিত নির্দেশ দিয়েও সাড়া পায়নি কর্তৃপক্ষ।

[৬] আশরাফুল আলম পপলু বলেন, চিত্রকর্মটি আমার কাছে রক্ষিত আছে। যখন সিদ্ধান্ত হবে, কোথাও দিবো বা হস্তান্তর করবো, তখন দিবো।

[৭] শিল্পী শাহাবুদ্দিন শিল্পকলা একাডেমিকে জানিয়েছেন, তিনি এবং প্রধানমন্ত্রী ছবিটি শিল্পকলা একাডেমির সংগ্রহশালায় রাখার জন্য উপহার দেন।

[৮] শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের কর্মকর্তা তৈমুর হান্নান বলেন, পপলু চিত্রকর্মটি ব্যক্তিগত সংগ্রহে নিয়ে গেছেন।

[৯] চারুকলা বিভাগের বর্তমান পরিচালক সৈয়দা মাহবুবা করিম বলেন, চিত্রকর্মটি উদ্ধারে সব ধরনের চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়