শিরোনাম
◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা ◈ ভারতের নেপাল নীতিতে 'রিসেট বাটন' চাপলেন মোদি, শিক্ষা বাংলাদেশের কাছ থেকে ◈ ছাত্র সংসদ নির্বাচনে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বিএনপি ◈ প্রথমবারের মতো জাপানের রাজনৈতিক দলের নেতা হবে AI ◈ আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ ◈ ঢাকায় চীনের ভিসা অফিস ৮ দিন বন্ধ থাকবে

প্রকাশিত : ০৮ জানুয়ারী, ২০২১, ০৫:৪৭ সকাল
আপডেট : ০৮ জানুয়ারী, ২০২১, ০৫:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টানা একদিন পর ক্যাপিটলে দাঙ্গার নিন্দা জানিয়ে ভিডিও বার্তা দিলেন ট্রাম্প, প্রথমবারের মতো প্রকাশ্যে পরাজয় স্বীকার

লিহান লিমা: [২] সমর্থকরা কংগ্রেসে ভাঙচুর চালানোর একদিন পর হোয়াইট হাউস থেকে দেয়া এক ভিডিও বার্তায় ক্ষমতার শান্তিপূর্ণ পালাবদলের প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে ক্যাপিটলে সহিংসতাকে ‘নৃশংস হামলা’ বলে নিন্দা জানিয়ে জাতীকে ‘ঐক্যবদ্ধ’ হওয়ার আহ্বান জানান। এর আগে দাঙ্গা উস্কে দেয়ার জন্য ফেসবুক, টুইটার ও ইনস্ট্রাগ্রামে ১২ঘণ্টার জন্য ব্যান ছিলেন ট্রাম্প। বিবিসি/গার্ডিয়ান/সিএনএন

[৩] গত ৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের পর এই প্রথমবারের মতো প্রকাশ্যে ট্রাম্পকে পরাজয় স্বীকার করতে দেখা গেলো। সেই সঙ্গে এই প্রথমবার তিনি নির্বাচনে জালিয়াতি ও কারচুপির দাবী করা থেকে বিরত ছিলেন।

[৪] স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে দেয়া এই ভিডিও বার্তায় ট্রাম্প বলেন, ‘ক্যাপিটলে যারা হামলা চালিয়েছে তারা মার্কিন গণতন্ত্রকে অবমাননা করেছে। এই সহিংসতা ও ভাঙচুরের সঙ্গে জড়িতরা আমাদের দেশকে প্রতিনিধিত্ব করে না। যারা আইন ভেঙ্গেছে তাদের চরম মূল্য দিতে হবে।’ ট্রাম্প বলেন, ‘আমি নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করতে চেয়েছি। এখন কংগ্রেসের নতুন পরিষদ আগামী ২০ জানুয়ারি নতুন প্রশাসনের অভিষেককে স্বীকৃতি দিয়েছে। আমার মূল লক্ষ্য এখন সুষ্ঠু ও স্থিতিশীল ক্ষমতার পালাবদল নিশ্চিত করা।’

[৫] ভিডিও বার্তায় ট্রাম্প তার সমর্থকদেরও ‘ভূয়সী প্রশংসা’ করে বলেন, ‘আমাদের এই পথচলা মাত্র শুরু হয়েছে।’ ট্রাম্প দাবী করেন, তিনি ক্যাপিটলে দাঙ্গাকারীদের সরাতে দ্রুত ন্যাশনাল গার্ড মোতায়নের নির্দেশ দিয়েছিলেন। যদিও কয়েকটি মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প সৈন্য পাঠাতে দ্বিধাগ্রস্ত ছিলেন, ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্সই দায়িত্ব নিয়ে সৈন্যদের ক্যাপিটলে মোতায়েনের নির্দেশ দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়