শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ মা হিসেবে পূর্ণ অভিভাবকত্ব পেয়ে দেশের ইতিহাসে নাম লেখালেন অভিনেত্রী বাঁধন ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ০৮ জানুয়ারী, ২০২১, ০৫:৪৭ সকাল
আপডেট : ০৮ জানুয়ারী, ২০২১, ০৫:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টানা একদিন পর ক্যাপিটলে দাঙ্গার নিন্দা জানিয়ে ভিডিও বার্তা দিলেন ট্রাম্প, প্রথমবারের মতো প্রকাশ্যে পরাজয় স্বীকার

লিহান লিমা: [২] সমর্থকরা কংগ্রেসে ভাঙচুর চালানোর একদিন পর হোয়াইট হাউস থেকে দেয়া এক ভিডিও বার্তায় ক্ষমতার শান্তিপূর্ণ পালাবদলের প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে ক্যাপিটলে সহিংসতাকে ‘নৃশংস হামলা’ বলে নিন্দা জানিয়ে জাতীকে ‘ঐক্যবদ্ধ’ হওয়ার আহ্বান জানান। এর আগে দাঙ্গা উস্কে দেয়ার জন্য ফেসবুক, টুইটার ও ইনস্ট্রাগ্রামে ১২ঘণ্টার জন্য ব্যান ছিলেন ট্রাম্প। বিবিসি/গার্ডিয়ান/সিএনএন

[৩] গত ৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের পর এই প্রথমবারের মতো প্রকাশ্যে ট্রাম্পকে পরাজয় স্বীকার করতে দেখা গেলো। সেই সঙ্গে এই প্রথমবার তিনি নির্বাচনে জালিয়াতি ও কারচুপির দাবী করা থেকে বিরত ছিলেন।

[৪] স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে দেয়া এই ভিডিও বার্তায় ট্রাম্প বলেন, ‘ক্যাপিটলে যারা হামলা চালিয়েছে তারা মার্কিন গণতন্ত্রকে অবমাননা করেছে। এই সহিংসতা ও ভাঙচুরের সঙ্গে জড়িতরা আমাদের দেশকে প্রতিনিধিত্ব করে না। যারা আইন ভেঙ্গেছে তাদের চরম মূল্য দিতে হবে।’ ট্রাম্প বলেন, ‘আমি নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করতে চেয়েছি। এখন কংগ্রেসের নতুন পরিষদ আগামী ২০ জানুয়ারি নতুন প্রশাসনের অভিষেককে স্বীকৃতি দিয়েছে। আমার মূল লক্ষ্য এখন সুষ্ঠু ও স্থিতিশীল ক্ষমতার পালাবদল নিশ্চিত করা।’

[৫] ভিডিও বার্তায় ট্রাম্প তার সমর্থকদেরও ‘ভূয়সী প্রশংসা’ করে বলেন, ‘আমাদের এই পথচলা মাত্র শুরু হয়েছে।’ ট্রাম্প দাবী করেন, তিনি ক্যাপিটলে দাঙ্গাকারীদের সরাতে দ্রুত ন্যাশনাল গার্ড মোতায়নের নির্দেশ দিয়েছিলেন। যদিও কয়েকটি মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প সৈন্য পাঠাতে দ্বিধাগ্রস্ত ছিলেন, ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্সই দায়িত্ব নিয়ে সৈন্যদের ক্যাপিটলে মোতায়েনের নির্দেশ দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়