শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ০৮ জানুয়ারী, ২০২১, ০৩:২৭ রাত
আপডেট : ০৮ জানুয়ারী, ২০২১, ০৩:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আনুষ্ঠানিক প্রচারণায় ভোটের লড়াইয়ে ফের মাঠে নামছেন চসিক নির্বাচনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা

রিয়াজুর রহমান: [২] করোনা ভাইরাসের কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের দ্বিতীয় ধাপের প্রচারণা শুক্রবার (৮ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে। তাছাড়া আগামী ২৭ জানুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

[৩] নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী নগর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মো. রেজাউল করিম চৌধুরী, ধানের শীর্ষ প্রতিক নিয়ে বিএনপি থেকে নগর বিএনপি'র সভাপতি ডা. শাহাদাত হোসেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এম এ মতিন (মোমবাতি), ন্যাশনাল পিপলস পার্টির আবুল মনজুর (আম প্রতীক), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের ওয়াহেদ মুরাদ (চেয়ার প্রতীক) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের জান্নাতুল ইসলাম ( হাতপাখা) এবং একমাত্র স্বতন্ত্র প্রার্থী খোকন চৌধুরী।

[৪] এবার চসিকের নির্বাচনে মেয়র প্রার্থীসহ ২’শ ২৬ জন নির্বাচনে অংশগ্রহণ করছেন। এদের মধ্যে মেয়র পদে ৭ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৫৭ জন এবং সাধারণ কাউন্সিলর পদে (পুরুষ) ১৬৮ জন কাউন্সিলর প্রার্থী অংশগ্রহণ করছেন।

[৫] চসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, করোনা পরিস্থিতির কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম সিটি নির্বাচন আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হচ্ছে শুক্রবার (৮ জানুয়ারি) দুপুর থেকে। তবে প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনেই এসব প্রচারণা চালাতে হবে।

এদিকে প্রধান দুই মেয়র প্রার্থী জুমার নামাজ পড়েই নির্বাচনী প্রচারণা শুরু করবেন।

[৬] বিএনপির প্রার্থী ডা. শাহাদাত হোসেন জুমার নামাজ পড়বেন আমানত শাহ’র মাজার সংলগ্ন মসজিদে। পরে মাজার জেয়ারতের পর পাথরঘাটা, বকশির হাট, আন্দরকিল্লা ও ফিরিঙ্গী বাজার এলাকায় প্রচারণা করবেন।

[৭] অন্যদিকে নৌকার প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী নিজেদের পারিবারিক মসজিদ বহদ্দারবাড়ি জামে মসজিদে জুমার নামাজ পড়ে প্রচারণায় যাবেন। তিনি ১ নম্বর পাহাড়তলী, ২ নম্বর জালালাবাদ ও ৩ নম্বর পাঁচলাইশ ওয়ার্ডে দিনভর প্রচারণা করবেন। এছাড়া সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীরাও নিজ নিজ ওয়ার্ডে বিরামহীন প্রচারণা চালাবেন।

[৮] জানা গেছে, গত মার্চ মাসে স্থগিত হওয়া নির্বাচনের প্রার্থীদের মধ্যে তিনটি ওয়ার্ড ও একটি সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মারা যাওয়ায় ওই চারটি ওয়ার্ডে নতুন করে তফসিলও ঘোষণা করা হয়েছে। সেই চারটি ওয়ার্ডেরও প্রতীক বরাদ্দ হবে শুক্রবার (৮ জানুয়ারি)। এই প্রতীক নিয়েই তারাও প্রচারণা শুরু করতে পারবেন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়