শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২১, ০৫:০৫ সকাল
আপডেট : ০৭ জানুয়ারী, ২০২১, ০৫:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্যাপিটল হিলে দাঙ্গার পর বাইডেনের বিজয়কে স্বীকৃতি দিতে যৌথ অধিবেশনে কংগ্রেস, জয়ের পথে কাটলো প্রথম বাধা

লিহান লিমা: [২] মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সর্বশেষ সাংবিধানিক প্রক্রিয়া ইলেক্টোরাল কলেজের ভোটের অনুমোদন দিতে স্থানীয় সময় ৬ জানুয়ারি রাতে অধিবেশনে মিলিত হয়েছে কংগ্রেস। আল জাজিরা/গার্ডিয়ান/বিবিসি

[৩] অধিবেশনের শুরুতেই গুরুত্বপূর্ণ ব্যাটেলগ্রাউন্ড রাজ্য আরিজোনায় ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের প্রাপ্ত ইলেক্টোরাল কলেজের ভোটে ট্রাম্প শিবিরের আপত্তি প্রত্যাখ্যান করেছে কংগ্রেসের দুই কক্ষ। ডেমোক্রেট নিয়ন্ত্রণাধীন হাউসে ৩০৩-১২১ ও রিপাবলিকান নিয়ন্ত্রাধীন সিনেটে ১২১-৮৩ ভোটে এটি প্রত্যাখ্যাত হয়।

[৪] এদিকে বুধবার জর্জিয়ার সিনেট নির্বাচনে ডেমোক্রেট দলের দুই প্রার্থীই জয় পাওয়ায় দলটির জন্য সিনেটে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হয়েছে। জর্জিয়ায় ডেমোক্রেটদের জয়ের ফলে এখন সিনেটে দুই দলের আসন ৫০-৫০। তবে আগামী ৬ জানুয়ারি শপথ গ্রহণের পর ভাইস- প্রেসিডেন্ট কামালা হ্যারিস সিনেটের টাই- ব্রেকিং ভোটটি দেবেন। যার ফলে সিনেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে ডেমোক্রেট দল।

[৫] এর আগে দেশটির ক্যাপিটল হিলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের হামলায় নিহত হন ৩জন। ২০৬ বছরের মার্কিন ইতিহাসে গণতন্ত্রকে খর্ব করার প্রচেষ্টার এমন ন্যাক্কারজনক হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘসহ বিশ্বের বিভিন্ন দেশ। ক্যাপিটল হিলে সহিসংতায় এ পর্যন্ত ৫২জনকে আটক করা হয়েছে। ওয়াশিংটন ডিসিতে জারি করা হয়েছে কারফিউ। দাঙ্গা উস্কে দেয়ার অভিযোগে টুইটার, ফেসবুক ও ইনস্টাগ্রাম ট্রাম্পের অ্যাকাউন্ট রক করেছে।

[৭] কংগ্রেসের এই যৌথ অধিবেশনে হাউসের ডেমোক্রেট সদস্যরা ভাইস- প্রেসিডেন্ট মাইক পেন্সকে সংবিধানের ২৫তম ধারা অনুযায়ী প্রেসিডেন্টকে অযোগ্য ঘোষণা করার প্রস্তাব আনার আহ্বান জানান। তারা বলেন, প্রেসিডেন্টের মন্তব্য ক্যাপিটল হিলে দাঙ্গা ও সহিংসতা ডেকে এনেছে। আগামী ১৪ দিন যুক্তরাষ্ট্রে কি হবে তা নিয়ে আমরা শঙ্কিত। শীর্ষ রিপাবলিকান সিনেটর মিট রমনিও এই সহিংসতাকে ‘দেশদ্রোহ’ বলে মন্তব্য করেছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়