আসিফুজ্জামান পৃথিল: [৩] বাংলাদেশ ভ্যাকসিন পাবে, কারণ বাণিজ্যের উদ্দেশ্যে নয়, জনস্বার্থে এই ভ্যাকসিন নিচ্ছে বাংলাদেশ। ভারত বাণিজ্যিক স্বার্থে ভ্যাকসিন রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে, এর সঙ্গে মানবিক কারণের বিরোধ হতে পারে না। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজস্ব সার্কেলে এই মন্তব্য করেছেন। প্রধানমন্ত্রী কার্যালয়ের একটি সূত্রের বরাত দিয়ে এমন সংবাদ প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যম ইকনমিক টাইমস
[৪] সেই সূত্র বলেছে, ভারতের নেতারা বাংলাদেশকে যে প্রতিশ্রুতি দিয়েছেন তা কোনওভাবেই ভাঙার সুযোগ নেই। কারণ বাংলাদেশ সেরামের চুক্তিতে ভারত সরকার পক্ষ না হলেও প্রথম থেকেই এই ব্যাপারে তাদের অনাপত্তি ছিলো। বরং সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া আছে, বাংলাদেশ থেকে এ সংক্রান্ত প্রক্রিয়া শুরু হলেই যেনো দ্রুত ভ্যাকসিন পাঠানোর ব্যবস্থা করা হয়।
[৫] বাংলাদেশ ভ্যাকসিন পাচ্ছে এই নিশ্চয়তা দিয়ে সেই সূত্র আরও জানায়, কখনই বাংলাদেশকে ভ্যাকসিন না দেবার কথা ভাবেনি ভারতের পিএমও।
[৬] এর আগে সোমবার বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এর সিইও নাজমুল হাসান পাপনের বরাত দিয়ে দৈনিক আমাদের নতুন সময় জানিয়েছিলো, গত ১৭ ডিসেম্বর দুই দেশের প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সেও এই ব্যাপারে কথা হয়েছে। সেখানে শেখ হাসিনাকে ভ্যাকসিন প্রদানের নিশ্চয়তা দেন নরেন্দ্র মোদী।