শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২১, ০৭:১৬ সকাল
আপডেট : ০৫ জানুয়ারী, ২০২১, ০৭:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশকে ভ্যাকসিন দেবার প্রতিশ্রুতি ভারতের সর্বোচ্চ পর্যায় থেকে, ব্যত্যয়ের সুযোগ নেই, বলেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সূত্র: ভারতীয় সংবাদমাধ্যম

আসিফুজ্জামান পৃথিল: [৩] বাংলাদেশ ভ্যাকসিন পাবে, কারণ বাণিজ্যের উদ্দেশ্যে নয়, জনস্বার্থে এই ভ্যাকসিন নিচ্ছে বাংলাদেশ। ভারত বাণিজ্যিক স্বার্থে ভ্যাকসিন রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে, এর সঙ্গে মানবিক কারণের বিরোধ হতে পারে না। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজস্ব সার্কেলে এই মন্তব্য করেছেন। প্রধানমন্ত্রী কার্যালয়ের একটি সূত্রের বরাত দিয়ে এমন সংবাদ প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যম ইকনমিক টাইমস

[৪] সেই সূত্র বলেছে, ভারতের নেতারা বাংলাদেশকে যে প্রতিশ্রুতি দিয়েছেন তা কোনওভাবেই ভাঙার সুযোগ নেই। কারণ বাংলাদেশ সেরামের চুক্তিতে ভারত সরকার পক্ষ না হলেও প্রথম থেকেই এই ব্যাপারে তাদের অনাপত্তি ছিলো। বরং সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া আছে, বাংলাদেশ থেকে এ সংক্রান্ত প্রক্রিয়া শুরু হলেই যেনো দ্রুত ভ্যাকসিন পাঠানোর ব্যবস্থা করা হয়।

[৫] বাংলাদেশ ভ্যাকসিন পাচ্ছে এই নিশ্চয়তা দিয়ে সেই সূত্র আরও জানায়, কখনই বাংলাদেশকে ভ্যাকসিন না দেবার কথা ভাবেনি ভারতের পিএমও।

[৬] এর আগে সোমবার বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এর সিইও নাজমুল হাসান পাপনের বরাত দিয়ে দৈনিক আমাদের নতুন সময় জানিয়েছিলো, গত ১৭ ডিসেম্বর দুই দেশের প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সেও এই ব্যাপারে কথা হয়েছে। সেখানে শেখ হাসিনাকে ভ্যাকসিন প্রদানের নিশ্চয়তা দেন নরেন্দ্র মোদী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়