শিরোনাম
◈ চলতি বাজেটে রাজস্ব খাতে বরাদ্দ বাড়ছে, আগামী বাজেটের রূপরেখা দেবে অন্তর্বর্তী সরকার ◈ খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই, বন্দুকযুদ্ধের নাটক দেখতে চাই না: ইনকিলাব মঞ্চ ◈ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের দাপট, গোল্ডসহ ১১ পদক অর্জন ◈ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাখ্যা দেননি. ইনকিলাব মঞ্চ কর্মসূচি দেবে সোমবার ◈ হাদি হত্যা মামলায় নতুন মোড়, সেই ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে শত কোটি টাকার লেনদেন ◈ বাংলাদেশের দুর্বল ব্যাংক কিনতে চীনকে প্রস্তাব, সহজ হবে লেনদেন, কমবে ডলারের চাপ (ভিডিও) ◈ চূড়ান্ত হলো বিএনপির ৩০০ আসনের মনোনয়ন, শিগগিরই ঘোষণা ◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২১, ০২:৪৭ রাত
আপডেট : ০৫ জানুয়ারী, ২০২১, ০২:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাইকোর্টের নির্দেশে প্রার্থীতা ফিরে পেলেন বেলকুচি পৌর নির্বাচনে বিএনপি’র প্রার্থী আলতাফ

রেজাউল করিম: [২] সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভা নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সমর্থিত প্রার্থী হাজী মোঃ আলতাফ হোসেন প্রামানিকেক প্রতিক প্রদান পূর্বক নির্বাচনের প্রতিদ্বদিতা করার সুযোগ দিতে রির্টানিং অফিসারকে নির্দেশ দিয়েছেন মাহামান্য হাইকোর্ট বিভাগ।

[৩] সোমবার (৪ জানুয়ারি) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপ্রতি মো: খসরুজ্জামান ও মাননীয় বিচারপ্রতি মাহমুদ হাসান তালুকদার এর সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ, জেলা রিটার্নিং অফিসারের গত ২৩ ডিসেম্বরের আদেশ স্থগিত করেন এবং প্রতিক প্রদান পূর্বক সিরাজগঞ্জ জেলার বেলকুচি পৌরসভা নির্বাচনে মোঃ আলতাব হোসেন প্রামানিকেক মেয়র পদে প্রতিদ্বদিতা করার সুযোগ দিতে রিটার্নিং অফিসার সহ সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষ্যের প্রতি নির্দেশ দেন। রিট আবেদকারীর পক্ষ্যে মামলা পরিচালনা করন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিষ্টার রুহুল কুদ্দুস কাজল। তাকে সহায়তা করেন এ্যাডভোকট মো: আক্তার হাসন মুরাদ, এ্যাডভাকট নুসরাত ইয়াসমিন।

[৪] উল্লেখ্য গত ২ ডিসম্বর নির্বাচন কমিশন উপ-সচিব সিরাজগঞ্জ জেলার বেলকুচি পৌরসভার নির্বাচন অনুষ্ঠানের প্রজ্ঞাপন জারি করন। তার প্রক্ষিত বিগত ২০ ডিসম্বর আলতাব হোসেন প্রামানিক বিএনপি হতে মনোনীত হয়ে বেলকুচি পৌরসভার মেয়র পদে মনোনয়ন পত্র দাখিল করেন। উক্ত মনোনয়ন পত্রে যাচাইবাচাই শেষে রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার ২৩ ডিসম্বর এক আদেশে আলতাব হোসেনের মনোনয়ন পত্র বাতিল করেন।

[৫] মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আলতাব হোসেন আপিলের অর্থরিটি জেলা প্রশাসক বরাবর ২৮ ডিসেম্বর আপিল দায়ের করেন। তার দায়েরকৃত আপিলটি যথাসময়ে দাখিল না করায় আপীলটি অর্থরিটি কর্তৃক গৃহীত হয়নি।

[৬] পরবর্তীতে আলতাব হোসেন জেলা রিটার্নিং অফিসার কর্তৃক ২৩ ডিসম্বর মনোনয়ন পত্র বাতিল এবং আপীলটি অর্থরিটি কর্তৃক আপীল গ্রহন না করার বৈধতা চ্যালেঞ্জ করে মহামান্য হাইকোর্ট বিভাগ রিটপিটিশন দায়ের করেন। এরি প্রেক্ষিতে ৪ জানুয়ারী সোমবার বিকেলে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপ্রতি মো: খসরুজ্জামান ও মাননীয় বিচারপ্রতি মাহমুদ হাসান তালুকদার এর সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ তার প্রার্থীতা বৈধ বলে আদেশদেন।

[৭] আগামী ১৬ জানুয়ারি বেলকুচি পৌরসভার নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করতে আলতাব হোসেনের আর কোন বাধা থাকবেনা বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়