শিরোনাম
◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ ঢাকায় হবে এশিয়া কাপের সভা, ভারত অংশ নে‌বে না ◈ এবার যে কারণে বিএনপি থেকে পদত্যাগ করলেন ড. ফয়জুল হক

প্রকাশিত : ০২ জানুয়ারী, ২০২১, ১০:৫৩ দুপুর
আপডেট : ০২ জানুয়ারী, ২০২১, ১০:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোভিড মহামারীও ঠেকিয়ে রাখতে পারেনি মডেল অভিনেত্রী শর্মী ইসলামকে

ইমরুল শাহেদ: তিনি কোভিড মহামারীর ভয়ে ভীত হয়ে ঘরে বসে থাকেননি। লকডাউন প্রত্যাহার হওয়ার পরপরই যখন নির্মাতারা মাঠে ফিরেন শর্মী ইসলাম তখনই তাদের সঙ্গে কাজে ফিরে আসেন। তিনি বলেন, ‘২০১৯ সাল থেকেই আমি অনেক পরিশ্রম করেছি। কোনো কাজকেই ছোট করে দেখিনি। আমি একজন শিল্পী এবং শিল্পী হিসেবে পরিশ্রম করার এটাই আমার জন্য উপযুক্ত সময়।’ নাটক, ধারাবাহিক নাটক, টেলিফিল্ম, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, মিউজিক্যাল ফিল্ম, টিভিসি, ওভিসি, তথ্যচিত্র - অর্থাৎ মিডিয়া সংশ্লিষ্ট কোনো কাজকেই তিনি অবহেলা করেননি। ঘরের লক্ষ্মী পায়ে ঠেলতে নেই সমীকরণে মহামারীও তাকে ঠেকাতে পারেনি। বর্তমানে তিনি চারটি সরকারি নাটক ও দুইটি তথ্যচিত্রে কাজ করছেন। শর্মী ইসলাম জানান, গত এক বছরে মহামারী থাকা সত্ত্বেও ১২টি নাটক, ৩০টি সল্পদৈঘ্য চলচ্চিত্র, ১৫টি মিউজিক্যাল ফিল্ম/মিউজিক ভিডিও, ২টি বিজ্ঞাপনচিত্র, ৫টি ওবিসি, ১টি ওয়েব সিনেমা, ২টি আর্টফিল্ম, ধারাবাহিক নাটক ৩টি, বাংলা টিভি ও বিটিভির ম্যাগাজিন অনুষ্ঠান করেছেন ৪টি। এছাড়া শাড়ি,গয়না, পোশাকের ফটোশুটের সংখ্যাও কম নয়। তিনি বলেন, ‘আমি ২০২১ সালেও অনেক অনেক কাজ দর্শককে উপহার দিতে চাই।’

বিদায়ী বছর এবং সহকর্মীদের নিয়ে তিনি বলেন, ‘মিডিয়া জগতের অনেকেই আমাকে স্নেহ করে, ভালোবাসে, আমার জন্য শুভ কামনা করে। আমার সহকর্মীরা, পরিচালকেরা, প্রযোজকেরা এবং কিছু সিনিয়র সাংবাদিক ভাইয়েরা আমার ক্যারিয়ারের কথা চিন্তা করে সব সময়ই আমাকে প্রতিটি মুহূর্তে উৎসাহ দেয়, সাহস দেয়, পুরোটা সময় শুটিং নিয়ে ব্যস্ত থাকার পরামর্শ দেয়। তাদের শুভ কামনা এবং স্নেহ-ভালোবাসাই আমার চলার পথে প্রতি নিয়ত সাহস যোগায়।’ নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে শর্মী ইসলাম বলেন, ‘আমি চলচ্চিত্রেও কাজ করব। সেজন্য নিজেকে প্রস্তুত করছি। পারফর্মিং আর্টের অলিগলিতে পদচারণার মধ্য দিয়ে নিজেকে একটু ঝালাইও করে নিচ্ছি, যাতে চলচ্চিত্রে গেলে ব্যর্থতা আমাকে স্পর্শ করতে না পারে। অর্থাৎ অভিনয়ের ক্ষেত্রে আমি ব্যর্থ হতে চাই না।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়