সমীরণ রায়: [২] ফরিদুল হক খান আরও বলেন, কোনো একটা সেক্টরকে পিছিয়ে রেখে বাংলাদেশ সেই কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারবে না। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী প্রত্যকটি ক্ষেত্রে উন্নয়ন করবেন। বেঁদে, জেলে, তাঁতী, কামার, কুমারসহ সব শ্রেণি-পেশার মানুষের কল্যাণে কাজ করা হবে।
[৩] শুক্রবার জামালপুরের ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নে তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। পরে প্রতিমন্ত্রী গোয়ালেরচর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত গণসংবর্ধনায় অংশ নেন।
[৪] এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামান আব্দুন নাসের বাবুল, পৌরসভার মেয়র আব্দুল কাদের, নির্বাহী কর্মকর্তা এস এম মাজহারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস ছালাম প্রমুখ।