আসিফুজ্জামান পৃথিল: [২] যুক্তরাষ্ট্রের প্রধান সংক্রামক রোগ বিশেষজ্ঞ সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রকে দ্রুততা আর দক্ষতার সঙ্গে টিকা কার্যক্রম পরিচালনা করতে হবে। এছাড়া ব্যক্তিগত স্বাস্থ্যসুরক্ষা, হাত ধোয়া ও মাস্ক পরিধান চালিয়ে যেতে হবে। বন্ধ করা যাবে না সামাজিক দূরত্ব বিধি। পলিটিকো
[৪] এক সাক্ষাৎকারে অ্যান্টনিও ফাউচি বলেন, ‘আমাদের কয়েক মাস লাগবেই। প্রথম কয়েক মাসে জীবনকে স্বাভাবিক করা সম্ভব নয়। আমরা যদি সবকিছু সঠিকভাবে করতে পারি, এই গ্রীস্মের শেষেই সুখবর দেয়া যাবে। চলতি বছরের শরতের শুরুতেই হয়তো সব স্বাভাবিক হয়ে আসবে। এমএসএনবিসি
[৪] ২০২০ সালের মধ্যে ২ কোটি মার্কিনিকে ভ্যাকসিন দেবার লক্স্য নির্ধারণ করেছিলো ট্রাম্প প্রশাসন। কিন্তু সেটি করতে ব্যর্ত হয়েছে তারা। সব মিলিয়ে ব্যাকসিন পেয়েছেন মাত্র ২৭ লাখ মানুষ। তাও একটি শট এখনও বাকি আছে। সিডিসি
[৫] যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণ আরও প্রকট হচ্ছে। বেড়েছে মৃত্যু। বুধবার ৩ হাজার ৭০০ এর বেশি মানুষ মারা গেছেন। যা একটি রেকর্ড। জানুয়ারি মাসে যা আরও বাড়তে পারে। জন হপকিন্স ইউনিভার্সিটি