শিরোনাম
◈ ১৩ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৬ হাজার কোটি টাকা ◈ বড় সুখবর ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য ◈ ফরিদপুরে মহাসড়কে হঠাৎ বিক্ষোভ, যান চলাচল পুরোপুরি বন্ধ  ◈ নিলামে আরও ৩৫৩ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক ◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের দুই আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফল ◈ ভারতের ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টা এক‌টি হাসপাতা‌লে ৩০ লিটার স্তন্যদুগ্ধ দান করলেন ◈ হাসিনা বিরোধীদের দমন করতেন হিটলারের মতো: ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান ◈ যমুনা অভিমুখে বেসরকারি প্রাথমিক শিক্ষকরা, পুলিশের জলকামান–সাউন্ড গ্রেনেড নিক্ষেপ (ভিডিও) ◈ বিবিএসের নামসহ বদলে যাচ্ছে অনেক কিছু, আসছে আমূল পরিবর্তন

প্রকাশিত : ০১ জানুয়ারী, ২০২১, ০১:৪৯ রাত
আপডেট : ০১ জানুয়ারী, ২০২১, ০১:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গৃহহীনদের জমি থেকে মাটি লুট, একজনের জেল-জরিমানা

অহিদ মুুকুল: [২] নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মুজিববর্ষে ‘ক’ শ্রেণীর গৃহহীনদের ঘর নির্মাণের জন্য নির্ধারিত সরকারি জমি থেকে মাটি কেঁটে লুট করে নেয়ার অপরাধে আতাউর রহমান পলিন (৪০) নামে এক ব্যক্তিকে এক বছরের জেল এবং এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

[৩] বৃহস্পতিবার সকালে উপজেলা জাহাজমারা ইউনিয়নের বিরবিরি গ্রামে এ জরিমানার ঘটনা ঘটে। অভিযুক্ত আতাউর রহমান পলিন উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিরবিরি গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।

[৪] ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী জানান, মুজিববর্ষে ‘ক’ শ্রেণীর গৃহহীনদের ঘর নির্মানের জন্য জাহাজমারা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ওই সরকারী খাস জমি নির্ধারন করে কাগজ পত্র উর্ধ্বতন কর্তপক্ষের কাছে পাঠানো হয়। ওই জমিতে দু-একদিনের মধ্যে ঘর নির্মানের সিদ্ধান্তও হয়েছে।

[৫] এ সংবাদ জানতে পেরে আতাউর রহমান পলিন রাতের আধারে ওই জমি থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছিল। খবর পেয়ে সকালে মাটি কাটা যন্ত্রসহ ঘটনাস্থল থেকে পলিনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতে তাকে এক বছরের জেল দেয়া হয় এবং এক লাখ টাকা জরিমানা করা হয়। নগদ টাকা অনাদায়ে আরো তিন মাসের জেল দেয়া হয়।

[৬] এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরান হোসেন, জাহাজমারা পুলিশ ফাঁড়ির পুলিশ ও জাহাজমারা ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়