ডেস্ক রিপোর্ট: মহাসড়কে প্রাইভেটকার ও মাইক্রোবাসে যাত্রী বেশে ডাকাতি মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পিবিআই।
আটককৃতরা মূলত যাত্রীবেশে ভয়ঙ্কর ডাকাত চক্রের সক্রিয় সদস্য। টাঙ্গাইল সদর থানায় দায়ের হওয়া ছিনতাইয়ের মামলার তদন্তে নেমে তাদের গ্রেপ্তার করে এসব তথ্য জানায় পিবিআই। টাঙ্গাইল সদর থানায় দায়ের হওয়া ছিনতাইয়ের মামলার তদন্তে নামে পিবিআই। পরে গ্রেপ্তার করা হয় মহাসড়কে যাত্রীবেসে ডাকাত চক্রের সদস্য নেত্রকোনার মোহনগঞ্জের সোহেল রানা, ভোলার ইলিশা গ্রামের মিজান, মানিকগঞ্জের দৌলতপুরের সাবাস, ও নেত্রকোনার কেন্দুয়ার রফিকুল।
মাহাতাব ও বেলাল নামে দুই ভুক্তভোগী গেল ২২ ও ২৪ ডিসেম্বর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করোটিয়া ও নাটিয়াপাড়া থেকে চক্রের খপ্পরে পড়ে। পরে অমানুষিক নির্যাতনের পর জীবন বাঁচাতে তাদের হাতে তুলে দেন মোটা অংকের টাকা।
টাঙ্গাইল পিবিআই'র পুলিশ সুপার মোহাম্মদ সিরাজ আমিন জানান, গ্রেপ্তারকৃতরা ঢাকার গাবতলী থেকে পাবনা পর্যন্ত যাত্রীবেশে ডাকাতি করত।
তাদের ঢাকার মিরপুর, মানিকগঞ্জের দৌলতপুর ও গাজীপুরের টুঙ্গী এলাকায় থেকে গ্রেপ্তার করে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। ডিবিসি