শিরোনাম
◈ সাগর খালি, ঘাট নীরব: কক্সবাজারে সামুদ্রিক মাছের সংকট ◈ প‌রিচালক নাজমুল বি‌সি‌বি থে‌কে পদত‌্যাগ না করা পর্যন্ত  মাঠে নামবেন না ক্রিকেটাররা: সংবাদ স‌ম্মেল‌নে কোয়াব সভাপ‌তি ◈ সাফ ফুটসাল চ‌্যা‌ম্পিয়ন‌শি‌পে বাংলা‌দে‌শের কা‌ছে পাত্তাই পে‌লো না ভারত ◈ জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনায় তাড়াহুড়ো কেন, প্রশ্ন সিপিডির  ◈ অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত করলো বিসিবি ◈ ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষা, ৫০ আসন ফাঁকা রেখেই সমঝোতা ১০ দলের! ◈ বিপিএলের ম্যাচ দেখতে না পারায় মিরপুর স্টেডিয়ামের বাইরে বিক্ষুব্ধ জনতার ভাংচুর (ভিডিও) ◈ দাবি আদায়ে বারবার সড়ক অবরোধের প্রবণতা, দায় কার? ◈ রাস্তায় দাঁড়িয়ে নিয়োগপ্রত্যাশী শিক্ষকদের কথা শুনলেন তারেক রহমান ◈ শহীদ হাদি হত্যা মামলায় নতুন মোড়, পুনঃতদন্তের নির্দেশ

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২০, ০৪:৩৮ সকাল
আপডেট : ২৯ ডিসেম্বর, ২০২০, ০৪:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোহলি ও শামি ছাড়াই অস্ট্রেলিয়াকে হারালো ভারত, নায়ক আজিঙ্কা রাহানে

এল আর বাদল : [২] বরাট কোহলি ও শামি বিহীন টিম ইন্ডিয়া জিতে নিল বক্সিং ডে টেস্ট। ৮ উইকেটে হারাল অস্ট্রেলিয়াকে। সাড়ে তিন দিনেই স্বাগতিকদেও বিরুদ্ধে খেলা খতম। যে দল অ্যাডিলেডে ৩৬ রানে মুখ থুবড়ে পড়েছিল, সেই দলই যে মেলবোর্নে এভাবে প্রত্যাবর্তন করবে, তা ক্রিকেট বিশেষজ্ঞরাও ভাবেননি। যার জন্য অনেকটাই কৃতিত্ব প্রাপ্য অধিনায়ক অজিঙ্কা রাহানের। একেবারে সামনে থেকে নেতৃত্ব দিলেন তিনি।

[৩] অস্ট্রেলিয়া এদিন ১৩৩/৬ নিয়ে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করেছিল। যা থামল ২০০ রানে। ১৫৬ রানের মাথায় দিনের প্রথম ধাক্কা খায় অস্ট্রেলিয়া। বুমরার বলে ফিরে যান কামিন্স (২২)। ক্যামেরুন গ্রিন করেন দলের হয়ে সর্বোচ্চ (৪৫)। তাকে ফেরান মহম্মদ সিরাজ। নাথান লায়নকেও ফেরান তিনি। হ্যাজলেউডকে তুলে নেন অশ্বিন। অসিরা এগিয়ে ছিল মাত্র ৬৯ রানে। জয়ের জন্য টিম ইন্ডিয়ার দরকার ছিল মাত্র ৭০। যা দু’উইকেট হারিয়ে তুলে নিলেন রাহানেরা।

[৪] দ্বিতীয় ইনিংসে ভারতের সফল বোলার মহম্মদ সিরাজ। পান তিন উইকেট। ম্যাচে তার শিকার পাঁচ। এছাড়া দুটি করে উইকেট পেলেন বুমরা, অশ্বিন, জাদেজা। বুমরার ম্যাচে হল ৬ উইকেট। আর অশ্বিনের পাঁচ।

[৫] দ্বিতীয় ইনিংসে ফের সফল অভিষেককারী শুভমান গিল। অপরাজিত থাকলেন ৩৫ রান করে। রাহানে অপরাজিত থাকলেন ২৭ রানে। আউট হন মায়াঙ্ক আগরওয়াল (৫) ও চেতেশ্বর পুজারা (৩)। চার টেস্টের সিরিজ এখন ১-১। তৃতীয় টেস্ট ৭ জানুয়ারি। জয়ের মধ্যে একমাত্র কাঁটা হয়ে থাকল উমেশ যাদবের কাফ মাসলের চোট। তিনি তৃতীয় টেস্টে অনিশ্চিত। - ক্রিকইনফো/ ক্রিকবাজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়