শিরোনাম
◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে ◈ বিএনপিকে চাপে রাখতে জামায়াতের যুগপৎ আন্দোলন ◈ এই সরকারও পুরোনো পথে, প্রশাসনে পদ ছাড়াই পদোন্নতি ◈ এ‌শিয়া কাপ, রা‌তে আফগানিস্তা‌নের মু‌খোমু‌খি বাংলাদেশ ◈ ডাকসুর ভিপি সাদিক কায়েম: হিজাব–নন-হিজাব, সবার পোশাক ও পরিচয়ের সমান অধিকার নিশ্চিত হবে ◈ সঙ্কটে এশিয়া কাপ! দা‌বি না মান‌লে, প‌রের ম‌্যাচ আরব আ‌মিরা‌তের বিরু‌দ্ধে খেল‌বে না পাকিস্তান ◈ হ্যান্ডশেক বিতর্কে এবার মুখ খুললেন সৌরভ গাঙ্গু‌লি ◈ নেতানিয়াহুর পাশে আমেরিকা, লক্ষ্য হামাস ধ্বংস: রুবিও

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২০, ০৪:৩৮ সকাল
আপডেট : ২৯ ডিসেম্বর, ২০২০, ০৪:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোহলি ও শামি ছাড়াই অস্ট্রেলিয়াকে হারালো ভারত, নায়ক আজিঙ্কা রাহানে

এল আর বাদল : [২] বরাট কোহলি ও শামি বিহীন টিম ইন্ডিয়া জিতে নিল বক্সিং ডে টেস্ট। ৮ উইকেটে হারাল অস্ট্রেলিয়াকে। সাড়ে তিন দিনেই স্বাগতিকদেও বিরুদ্ধে খেলা খতম। যে দল অ্যাডিলেডে ৩৬ রানে মুখ থুবড়ে পড়েছিল, সেই দলই যে মেলবোর্নে এভাবে প্রত্যাবর্তন করবে, তা ক্রিকেট বিশেষজ্ঞরাও ভাবেননি। যার জন্য অনেকটাই কৃতিত্ব প্রাপ্য অধিনায়ক অজিঙ্কা রাহানের। একেবারে সামনে থেকে নেতৃত্ব দিলেন তিনি।

[৩] অস্ট্রেলিয়া এদিন ১৩৩/৬ নিয়ে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করেছিল। যা থামল ২০০ রানে। ১৫৬ রানের মাথায় দিনের প্রথম ধাক্কা খায় অস্ট্রেলিয়া। বুমরার বলে ফিরে যান কামিন্স (২২)। ক্যামেরুন গ্রিন করেন দলের হয়ে সর্বোচ্চ (৪৫)। তাকে ফেরান মহম্মদ সিরাজ। নাথান লায়নকেও ফেরান তিনি। হ্যাজলেউডকে তুলে নেন অশ্বিন। অসিরা এগিয়ে ছিল মাত্র ৬৯ রানে। জয়ের জন্য টিম ইন্ডিয়ার দরকার ছিল মাত্র ৭০। যা দু’উইকেট হারিয়ে তুলে নিলেন রাহানেরা।

[৪] দ্বিতীয় ইনিংসে ভারতের সফল বোলার মহম্মদ সিরাজ। পান তিন উইকেট। ম্যাচে তার শিকার পাঁচ। এছাড়া দুটি করে উইকেট পেলেন বুমরা, অশ্বিন, জাদেজা। বুমরার ম্যাচে হল ৬ উইকেট। আর অশ্বিনের পাঁচ।

[৫] দ্বিতীয় ইনিংসে ফের সফল অভিষেককারী শুভমান গিল। অপরাজিত থাকলেন ৩৫ রান করে। রাহানে অপরাজিত থাকলেন ২৭ রানে। আউট হন মায়াঙ্ক আগরওয়াল (৫) ও চেতেশ্বর পুজারা (৩)। চার টেস্টের সিরিজ এখন ১-১। তৃতীয় টেস্ট ৭ জানুয়ারি। জয়ের মধ্যে একমাত্র কাঁটা হয়ে থাকল উমেশ যাদবের কাফ মাসলের চোট। তিনি তৃতীয় টেস্টে অনিশ্চিত। - ক্রিকইনফো/ ক্রিকবাজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়