বিনোদন ডেস্ক: অন্তর্জালে মুক্তি পেয়েছে ওপার বাংলার সুপারস্টার দেব অভিনীত বাংলাদেশি সিনেমা ‘কমান্ডো’র টিজার। দেব এন্টারটেইমেন্ট ভেঞ্চাসের ইউটিউব চ্যানেলে টিজারটি প্রকাশ করা হয়েছে ২৫ ডিসেম্বর। প্রকাশের পর বেশ সাড়া ফেলেছে এটি।
তবে টিজার প্রকাশের পর সিনেমাটি নিয়ে শুরু হয়েছে সমালোচনা। নেট দুনিয়া থেকে শুরু করে ফিল্মপাড়া- সব জায়গায় আলোচনা-সমালোচনা ‘কমোন্ডা’ নিয়ে। আলোচনার মূল বিষয়- দেব। আর সমালোচনার মূল বিষয়- ইসলাম অবমাননা। টিজারটি দেখে নেটিজেনদের একাংশ মনে করছেন, ইসলাম অবমাননা করা হয়েছে সিনেমাটি। তাই এটিকে বয়কটের আওয়াজও তুলেছেন অনেকে।
শাপলা মিডিয়া প্রযোজিত এ সিনেমাটি নিয়ে মুখ খুলেছেন প্রযোজক সেলিম খান।
সোমবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি বলেন, ‘আমি একজন মুসলমান। আমি মুসলমানের সন্তান। জঙ্গির বিরুদ্ধে আমার এ সিনেমা। দেবকে নিয়ে যখন আমরা শুটিং করার পরিকল্পনা করেছি তখন বিদেশি শিল্পীকে নিয়ে কাজ করার জন্য তথ্য মন্ত্রণালয়ের অনুমতি দরকার হয়েছিল। গল্প দেখেই সরকার আমাদের অনুমতি দিয়েছেন। আমরা গল্পের বাইরে যাইনি।’
স্বাধীনতা বিরোধীরা ‘জয় বাংলা’ আর ‘বঙ্গবন্ধুর সোনার বাংলা’ সংলাপ মেনে নিতে পারছে না উল্লেখ করে সেলিম খান আরও বলেন, ‘ইসলাম বিরোধী কোনো কাজে আমি নাই। ধর্ম বিরোধী কোনো কাজে নাই। আমি ইসলামকে শ্রদ্ধা করি। একটা টিজার দেখে তো সব শেষ না। পুরো সিনেমাটি সেন্সরবোর্ড দেখবে, তারপর তাদের অনুমতি পেলে আমরা হলে মুক্তি দিব। তার আগে তো পারব না। তার আগেই এসব মন্তব্যের কোনো ভিত্তি নাই। যারা মন্তব্য করেছে তারা না বুঝেই করেছে।’
জানা গেছে, সিরিজ বোমা হামলার ঘটনা নিয়ে নির্মিত হয়েছে ‘কমান্ডো’ সিনেমাটি। সিনেমার বেশিরভাগ অংশের চিত্রায়ণ হয়েছে কলকাতায় সেট ফেলে। দেশের চিত্রায়ণের কথা থাকলেও ভিসা জটিলতায় সম্ভব হচ্ছে না সেটি। তবে শিগগিরই সিনেমার বাকি অংশের চিত্রায়ণ করার পরিকল্পনা টিমের।
‘কমান্ডো’ সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্র আছেন দেব। তার বিপরীতে থাকবেন নবাগত জাহারা মিতু। শামীম আহমেদ রনি পরিচালিত এ সিনেমাটি ২০২১ সালের ঈদুল আজহায় মুক্তি দেওয়ার কথা রয়েছে। সময় নিউজ