শিরোনাম
◈ নিউইয়র্কে জোহরান মামদানির জয়: কেন ক্ষুব্ধ মোদি সমর্থকেরা? আল–জাজিরার প্রতিবেদন ◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২০, ১২:৪৬ দুপুর
আপডেট : ২৯ ডিসেম্বর, ২০২০, ১২:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইসিসির নির্বাচনে দশকের সেরা ভদ্র ক্রিকেটার ধোনি

স্পোর্টস ডেস্ক : [২] ক্রিকেট ভদ্রলোকের খেলা। এই ভদ্রলোকের খেলায় দশকের সেরা ভদ্র ক্রিকেটার হিসেবে ভারতের সাবেক অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনিকে নির্বাচিত করেছে আইসিসি।

[৩] ক্রিকেটের স্পিরিট রক্ষার দিকে বরাবর নজর থাকে মহেন্দ্র সিং ধোনির। পরের দিকে আইপিএলে মাঝে মধ্যে মেজাজ হারাতে দেখা গেলেও কখনই ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুন্ন হতে দেননি ক্যাপ্টেন কুল। বিশেষ করে আন্তর্জাতিক ক্রিকেটে ফেয়ার প্লে’র রাস্তা থেকে কখনও সরে আসেননি তিনি।

[৪] তারই স্বীকৃতি পেলেন প্রাক্তন ভারত অধিনায়ক। জিতে নিলেন দশকের সেরা স্পিরিট অফ ক্রিকেট পুরস্কার। ২০১১ সালে নটিংহ্যাম টেস্টে ইয়ান বেল অদ্ভূতভাবে রান-আউট হওয়ার পর ধোনি তাঁকে পুনরায় ব্যাট করতে ডেকে নেন।

[৫] সমর্থকরা ধোনির এই আচরণকেই সমবেতভাবে বেছে নেন দশকের সেরা স্পিরিট অফ ক্রিকেটের পুরস্কারের জন্য। সমর্থকদের একচেটিয়া ভোটেই স্বীকৃতি পান ক্যাপ্টেন কুল।

[৬] ধোনি এর আগে আইসিসির দশকের সেরা ওয়ান ডে ও টি-২০ দলের ক্যাপ্টেন নির্বাচিত হয়েছেন। সুতরাং আইসিসির দশকের সেরা পুরস্কারে কোহলির পাশাপাশি ধোনির আধিপত্যও চোখে পড়েছে।

[৭] উল্লেখ্য ২০১১ সালেই ভারতকে ক্রিকেট বিশ্বকাপ উপহার দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। দুই বছর পর টিম ইন্ডিয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল এমএসেরই নেতৃ্ত্েব। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা ধোনির নাগালে বিশ্বের সবকটি বড় মাপের আন্তর্জাতিক টুর্নামেন্ট। চেন্নাই সুপার কিংসের জার্সিতে তিন বার আইপিএল জেতা মাহিকে দশক সেরা ওয়ান ডে ও টি-টোয়েন্টি বিশ্ব দলের নেতা নির্বাচন করেছে আইসিসি।

[৮] ২০১৯ সালের জুলাই-তে ভারতীয় দলের জার্সিতে শেষবার মাঠে নেমেছিলেন এমএস। নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের সেমিফাইনালে শেষ বার বাইশ গজে দেখা গিয়েছিল ধোনিকে। এক বছরেরও বেশি সময় মাঠের বাইরে থাকার পর গত ১৫ অগাস্ট আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান ভারতের সর্বকালের সেরা অধিনায়ক। যদিও অন্তত আরও একটা আইপিএল খেলবেন বলেই জানিয়েছেন মহেন্দ্র সিং ধোনি।

[৯] অন্যদিকে, আইসিসির দশকের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বিরাট কোহলি। তিনি দশকের সেরা ওয়ান ডে ক্রিকেটারের পুরস্কারও হাতে তুলেছেন। সেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার উছেঠে অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথের হাতে। সেরা টি-২০ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন আফগানিস্তানের রশিদ খান। - আইসিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়