শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ২৭ ডিসেম্বর, ২০২০, ০৬:১৮ সকাল
আপডেট : ২৭ ডিসেম্বর, ২০২০, ০৬:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রে সুসান সনট্যাগের স্মরণসভায় নোবেলজয়ী গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজকে বলা হলো সুবিধাবাদী, মার্কেজ কাস্ট্রো ও বিল ক্লিনটনের সঙ্গে যোগাযোগ রাখতেন

দেবদুলাল মুন্না:[৩] ২০০৪ সালের ২৮ ডিসেম্বর দিনে মারা যান যুক্তরাষ্ট্রের বিশিষ্ট চিন্তাবিদ সুসান সনট্যাগ। তার মৃত্যুবার্ষিকী স্মরণে গতকাল থেকে শুরু হয়েছে দুদিনের স্মরণসভা। নিউইয়র্কের মিলিংটন হলে আয়োজিত এ সভায় সুসান সনট্যাগের কন্যা ও বিপাবলিকান দলের থিংকট্যাকার লুসি আব্রি এ কথা তার মায়ের বরাতে বলেন। সুত্র এএফপি।

[৪] তিনি বলেন, সুসান জীবিত অবস্থায় বারবার বলে গেছেন, কিউবার ফিদেল কাস্ত্রোর সঙ্গে গভীর বন্ধুত্ব ছিল মার্কেজের। ১৯৫৯ সালে কিউবা বিপ্লবের পর কাস্ত্রোর বিপ্লবী গেরিলা দলের সংবাদ সরবরাহের জন্য ক্যারিবীয় দ্বীপপুঞ্জে সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করতে যান মার্কেজ। তার পর থেকে বিংশ শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এ দুই ব্যক্তি কাস্ত্রো ও মার্কেজ ঘনিষ্ঠ বন্ধুতে পরিণত হন।

[৫] লুসি আব্রি জানান, সুসান প্রমাণ দিয়েছিলেন,কাস্ত্রোর চিরশত্রæ সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনও মার্কেজের বন্ধু ছিলেন। হাজার হাজার লোক নৌকায় সমুদ্র পাড়ি দিয়ে আমেরিকার ফ্লোরিডায় হাজির হওয়ার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ও কিউবার দ্বিপক্ষীয় অভিবাসন প্রক্রিয়ার জন্য ১৯৯৪ সালে ক্লিনটনের সঙ্গে আলোচনার জন্য কাস্ত্রোর বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। ক্লিনটনের অবকাশযাপন ও মদ্যপানেরও বহুবার সঙ্গী হয়েছিলেন মার্কেজ। ফলে যারা বাম গণতান্ত্রিকপন্থী তাদের মধ্যে বেশি কপটতা রয়েছে।

[৬] গাব্রিয়েল গার্সিয়া মার্কেস যিনি গাবো নামেও পরিচিত তিনি ২০১৪ সালের ১৭ এপ্রিল মারা যান।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়