শিরোনাম
◈ জামায়াতের সতর্কতামূলক চিঠি, মিম্বারে বসেই ছিঁড়ে ফেললেন খতিব! (ভিডিও) ◈ পা‌কিস্তা‌নের বিমান হামলায় আফগানিস্তানে  তিন ক্রিকেটারসহ নিহত ৮, নিন্দা আফগান ক্রিকেট বো‌র্ডের ◈ ইসরা‌য়ে‌লে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ, আমেরিকাই গাজা যুদ্ধের মূল স্থপতি: গ‌বেষণা ◈ ও‌য়েস্ট ই‌ন্ডিজ থে‌কে বাংলাদেশ অ‌নেক শ‌ক্তিশালী: কোচ ড‌্যা‌রেন স্যামি  ◈ ক্রিকে‌টে আগামী বছর থে‌কে চালু হচ্ছে টেস্ট-টোয়েন্টি ◈ ছি‌লেন বিমানচালক এখন জিম্বাবুয়ে দলে অলরাউন্ডার নাকভি ◈ চাইনিজ তাইপের কাছে হেরে গে‌লো বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ সই হলো জুলাই সনদ, সংশয় কি কাটলো? ◈ পুলিশ পরিচয়ে বাসায় ঢুকে হামলা-লুটপাট, ভিডিও ভাইরাল ◈ চট্টগ্রামে ৮ কারখানা বন্ধ ঘোষণা

প্রকাশিত : ২৭ ডিসেম্বর, ২০২০, ০৬:১৮ সকাল
আপডেট : ২৭ ডিসেম্বর, ২০২০, ০৬:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রে সুসান সনট্যাগের স্মরণসভায় নোবেলজয়ী গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজকে বলা হলো সুবিধাবাদী, মার্কেজ কাস্ট্রো ও বিল ক্লিনটনের সঙ্গে যোগাযোগ রাখতেন

দেবদুলাল মুন্না:[৩] ২০০৪ সালের ২৮ ডিসেম্বর দিনে মারা যান যুক্তরাষ্ট্রের বিশিষ্ট চিন্তাবিদ সুসান সনট্যাগ। তার মৃত্যুবার্ষিকী স্মরণে গতকাল থেকে শুরু হয়েছে দুদিনের স্মরণসভা। নিউইয়র্কের মিলিংটন হলে আয়োজিত এ সভায় সুসান সনট্যাগের কন্যা ও বিপাবলিকান দলের থিংকট্যাকার লুসি আব্রি এ কথা তার মায়ের বরাতে বলেন। সুত্র এএফপি।

[৪] তিনি বলেন, সুসান জীবিত অবস্থায় বারবার বলে গেছেন, কিউবার ফিদেল কাস্ত্রোর সঙ্গে গভীর বন্ধুত্ব ছিল মার্কেজের। ১৯৫৯ সালে কিউবা বিপ্লবের পর কাস্ত্রোর বিপ্লবী গেরিলা দলের সংবাদ সরবরাহের জন্য ক্যারিবীয় দ্বীপপুঞ্জে সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করতে যান মার্কেজ। তার পর থেকে বিংশ শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এ দুই ব্যক্তি কাস্ত্রো ও মার্কেজ ঘনিষ্ঠ বন্ধুতে পরিণত হন।

[৫] লুসি আব্রি জানান, সুসান প্রমাণ দিয়েছিলেন,কাস্ত্রোর চিরশত্রæ সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনও মার্কেজের বন্ধু ছিলেন। হাজার হাজার লোক নৌকায় সমুদ্র পাড়ি দিয়ে আমেরিকার ফ্লোরিডায় হাজির হওয়ার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ও কিউবার দ্বিপক্ষীয় অভিবাসন প্রক্রিয়ার জন্য ১৯৯৪ সালে ক্লিনটনের সঙ্গে আলোচনার জন্য কাস্ত্রোর বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। ক্লিনটনের অবকাশযাপন ও মদ্যপানেরও বহুবার সঙ্গী হয়েছিলেন মার্কেজ। ফলে যারা বাম গণতান্ত্রিকপন্থী তাদের মধ্যে বেশি কপটতা রয়েছে।

[৬] গাব্রিয়েল গার্সিয়া মার্কেস যিনি গাবো নামেও পরিচিত তিনি ২০১৪ সালের ১৭ এপ্রিল মারা যান।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়