শিরোনাম
◈ আমরা তীব্র মানসিক যন্ত্রণা নিয়ে আজকের সংবাদ সম্মেলনে হাজির হয়েছি: যুবদল সভাপতি (ভিডিওি) ◈ পরকীয়া ঠেকাতে ছেলের কাঠমান্ডুগামী ফ্লাইটে ‘বোমা’ আতঙ্ক ছড়ানোয় মা-সহ গ্রেপ্তার ৩: র‍্যাব ◈ মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতায় বাংলাদেশিদের গ্রেপ্তার: যৌথ তদন্তে কাজ করবে ঢাকা-কুয়ালালামপুর ◈ “বাংলা মাতৃভাষা বললে বিদেশি”, আসামে আসন্ন আদমশুমারি ঘিরে হিমন্ত বিশ্বশর্মার মন্তব্যে তোলপাড় ◈ চান্দিনায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষনের অভিযোগ ◈ ঘোড়াশালে এক কেজি কাঁচামরিচের দাম ৬০০ টাকা”ক্রেতারা দিশেহারা ◈ ‘আমরা মানুষ হবো কবে?’:মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ড ঘিরে আজহারীর হৃদয়বিদারক প্রতিক্রিয়া ◈ মিটফোর্ড হত্যাকাণ্ড: “নরপিশাচদের সামলান” — তারেক রহমানকে এনসিপি নেতা সারজিস আলমের কড়া বার্তা ◈ সেনাবাহিনী-পুলিশের মধ্যে ভুল বোঝাবুঝির অপপ্রয়াস চালানো হচ্ছে: আইএসপিআর ◈ মিটফোর্ডে সোহাগ হত্যা: দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার আশ্বাস আইন উপদেষ্টা আসিফ নজরুলের

প্রকাশিত : ২৭ ডিসেম্বর, ২০২০, ০৫:২০ সকাল
আপডেট : ২৭ ডিসেম্বর, ২০২০, ০৫:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সীমান্ত হত্যা: ভারত ‘যুদ্ধাপরাধী’ [২] দেশটির বিবেকবান মানুষদের রক্তপাত রুখে দাঁড়ানোর আহ্বান জানালেন বাংলাদেশীরা

আসিফুজ্জামান পৃথিল: [৩] ‘নো শ্যুট পলিসি’ সত্ত্বেও বাংলাদেশ-ভারত র‌্যাডক্লিফ লাইনকে বিশ্বের সবচেয়ে রক্তাক্ত সীমান্তে পরিণত করেছে ভারত। জেনেভা কনভেনশনে বলা আছে, নিরস্ত্র ব্যক্তিকে হত্যা যুদ্ধাপরাধের সমতুল্য।

[৪] এই প্রাণনাশ বন্ধ করতে হলে ভারতের মানুষকেও জেগে উঠতে হবে, এ অভিমত দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইমতিয়াজ

[৫] তিনি বলেন, চোরাকারবারীও যদি হয়, জেনেভা কনভেনশন অনুযায়ী নিরস্ত্র কাউকে হত্যার অধিকার নেই

[৬] প্রতিকারের জন্য বাংলাদেশের জাতিসংঘে যাওয়া উচিত, বলছেন সংশ্লিষ্টরা।

[৭] ডিসেম্বরের ২২ তারিখ বাংলাদেশের ভেতরে থাকা খায়রুল ইসলামকে সীমান্তের ওপার থেকে গুলি করে হত্যা করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মাঠে ঘাস খেতে থাকা গরুকে ফিরিয়ে আনতে গিয়ে গুলিবিদ্ধ খায়রুল যখন মরণযন্ত্রণায় কাতরাচ্ছেন, তখন বিএসএফ প্রধান সীমান্ত হত্যা বন্ধ করবেন বলে প্রতিশ্রুতি দিচ্ছিলেন বিজিবি প্রধানকে। আসামের গুয়াহাটিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৫ দিনের বৈঠক চলছিলো। তুর্কি বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি

[৮] খায়রুলের ছোটভাই দুলাল আনাদুলুকে বলেন, ‘আমি মঙ্গলবার রাতে ভাইয়ের ফোন পাই। গুলিবিদ্ধ খায়রুল কাঁদতে কাঁদতে আমার সাহায্য চাচ্ছিলো। সে সীমান্ত পার হয়নি, কোনও অস্ত্রও বহন করছিলো না।

[৯] আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ মনে করেন, ভারতের জনগণকে অবশ্যই এই ব্যাপারে সচেতন হতে হবে। মুখ খুলতে হবে ভারতের মানবাধিকার কর্মী, লেখক এবং শিল্পী সমাজকেও। কারণ সে দেশের সংবিধান কিংবা কোনও আইনই বিচার বহির্ভূত এ ধরনের হত্যাকাণ্ডকে সমর্থন করে না।

[১০] সীমান্ত হত্যা প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রীর বক্তব্য সম্পর্কে অধ্যাপক ইমতিয়াজ বলেন, প্রাণহানির বিষয়গুলো পররাষ্ট্রমন্ত্রী নাও জানতে পারেন।

[১১] গত জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত র‌্যাডক্লিফ লাইনের পূর্ব অংশে কমপক্ষে ৩৫ বাংলাদেশি গুলিতে এবং ৬ জন নির্যাতনে মারা গেছেন। ২২ জন আহত এবং ২২ জন অপহৃত হয়েছেন। এ পরিসংখ্যান দিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। ২০১৮ সালে ১৮ জন ও ২০১৯ সালে ৪৩ জন খুন হন।

[১২] দুলাল বলছেন, তিনি প্রচুর সীমান্ত হত্যা এবং শারীরিক নির্যাতন দেখেছেন। বিজিবি কঠোরভাবে ‘নো শ্যুট’ পলিসি মেনে চললেও বিএসএফ কখনোই মানেনি। এমন গুঞ্জনও আছে, নতুন সৈনিকদের হাতের টিপ পরীক্ষা করতে প্রায়ই নিরস্ত্র ব্যক্তিদের উপর গুলি চালাতে উৎসাহিত করা হয়। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়