বাশার নূরু:[২] পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য শিল্পপতি এম এ হাসেমের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার বাদ জুমা রাজধানীর গুলশানের আজাদ মসজিদে তার জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়। দাফনের সময় মরহুমের ছেলেসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। তবে স্বাস্থ্যবিধি থাকায় সীমিতসংখ্যক মানুষকে কবরস্থানে প্রবেশাধিকার দেওয়া হয়।
[৩] করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত বুধবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।