শিরোনাম
◈ ভোররাতে ৫.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো সিলেট ◈ সীমান্তে ব্রিজ নির্মাণের চেষ্টা, বিজিবির বাধার মুখে নির্মাণাধীন ব্রিজ ফেলে পালাল বিএসএফ ◈ ২০২৬ সালে ভ্রমণের জন্য সেরা ২০ আন্তর্জাতিক গন্তব্য ◈ ১২ জানুয়ারি ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ◈ গণভোটের প্রচারে সরকারের উদ্যোগ: জনগণকে জানাতে সকল বিভাগে বড় আয়োজন ◈ মোস্তাফিজের শেষ ওভারের ম্যাজিকে ঢাকাকে হারিয়ে রংপুরের শ্বাসরুদ্ধকর জয় ◈ মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীর সংখ্যা ১৮৪২, বাতিল ৭২৩ ◈ দক্ষিণ এশিয়ার কৌশলগত পরিবর্তনে কূটনৈতিক উদ্যোগে মার খাচ্ছে ভারত ◈ গুমের পেছনে মূলত ছিল রাজনৈতিক উদ্দেশ্য, চূড়ান্ত প্রতিবেদনে কমিশন ◈ দিল্লিতে বসে থাকা ‘বোন’ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান: মোদিকে আসাদুদ্দিন ওয়াইসি

প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২০, ০৮:৩১ সকাল
আপডেট : ২৫ ডিসেম্বর, ২০২০, ০৮:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আগামী এপ্রিল নাগাদ যুক্তরাষ্ট্রে কোভিডে মৃতের সংখ্যা সাড়ে ৭ লাখ ছাড়িয়ে যেতে পারে

রাশিদুল ইসলাম : [২] পরিকল্পপনার চেয়ে দ্রুত ভ্যাকসিন দিয়ে ৪৫ হাজার মানুষকে আগামী এপ্রিলের মধ্যে কোভিড সংক্রমণ থেকে বাঁচানো সম্ভব। আর পরিকল্পনা অনুসারে টিকা দান কর্মসূচি চললে বেঁচে যাবেন ৩৩ হাজার মানুষ। ক্রিসমাসে যদিও হাসপাতালগুলোতে রেকর্ড কোভিড রোগির সংখ্যা ১ লাখ ২০ হাজার ছাড়িয়ে গেছে। ডেইলি মেইল

[৩] শারীরিক দূরত্ব বজায় রেখে মাস্ক পরিধান ৯৫ শতাংশ নিশ্চিত করতে পারলে একই সময়ের মধ্যে ৪৯ হাজার মানুষের প্রাণ বাঁচানো সম্ভব হবে যুক্তরাষ্ট্রে।

[৪] যুক্তরাষ্ট্রের ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স এন্ড ইভালুয়েশেন বলছে ৭৪ শতাংশ মার্কিন নাগরিক মাস্ক পরছেন।

[৫] তবে কোভিড মোকাবেলায় সংশ্লিষ্টরা সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বলছেন আগামী এপ্রিল নাগাদ ভাইরাসে মৃত্যু সংখ্যা ৬ লাখ ৬৭ হাজার ১৯৫ জন ছাড়াতে পারে।

[৬] এরই মধ্যে যুক্তরাষ্ট্রে কোভিড সংক্রমণ হ্রাস পাওয়ার আভাস পাওয়া যাচ্ছে। ১০ দিনে ১০ লাখ টিকা দেয়া হয়েছে। এখন পর্যন্ত সাড়ে ১৮ মিলিয়ন মার্কিন নাগরিক কোভিডে আক্রান্ত হওয়ার পর মারা গেছে ৩ লাখ ২৭ হাজার ৮৫৩ জন।

[৭] এসব তথ্য দিয়ে দি ইউনিভার্সিটি ওয়াশিংটনের ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স এন্ড ইভালুয়েশেন চলতি সপ্তাহে ৩ লাখ মার্কিন নাগরিক কোভিডে আক্রান্ত হয়েছে। ডিসেম্বরে দিনে গড়ে ২ হাজার ৫০৬ জন মারা গেছেন। ক্রিসমাস ছুটির কারণে কোভিড টেস্টে কিছুটা ব্যাঘাত ঘটছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়