জুয়েল বড়ুয়া: [২] চট্টগ্রামে মো. জহিরুল ইসলাম নামে এক পুলিশ সদস্য কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।
[৩] শুক্রবার (২৫ ডিসেম্বর) সকাল ৬টা ৫ মিনিটে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর আগপর্যন্ত তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিটি স্পেশাল ব্রাঞ্চে কর্মরত ছিলেন।
[৪] পুলিশ জানিয়েছে, সরকারি দায়িত্ব পালনকালে তিনি ৬ ডিসেম্বর কোভিড-১৯ এ সংক্রমিত হন। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৪ বছর।
[৫] তিনি ১৯৯৬ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করে অদ্যবধি দক্ষতা ও সুনামের সাথে চাকরি করেছেন। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার সাহাপুর গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
[৬] তার মৃত্যুতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর দুঃখ ও সমবেদনা জ্ঞাপন করেন। সম্পাদনা: হ্যাপি