তাপসী রাবেয়া: [২] গ্রেপ্তারের প্রায় ৮ মাস পর জামিনে মুক্তি পেলেন শফিকুল ইসলাম কাজল। কাজলের ছেলে মনোরম পলক জানান, বেলা সোয় ১১ টার দিকে তাঁর বাবা কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পান। তবে তার বাবা কাজল অত্যন্ত ক্লান্ত বলেও জানান পলক। তিনি বলেন, সুস্থ বোধ করলে সবার সঙ্গে কথা বলবেন তিনি।
[৩] কয়েক দিন ‘নিখোঁজ’ থাকার পর গত ৩ মে ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজলের খোঁজ পাওয়া যায়। এর আগের দিন শনিবার দিবাগত রাত ২টা ৪৮ মিনিটে ছেলে মনোরমের সঙ্গে বাবা শফিকুলের কথা হয়। বেনাপোল থানার একজন পুলিশ সদস্যেও ফোন থেকে তিনি পরিবারের সঙ্গে কথা বলেন।
[৪] সেসময় বেনাপোল থানার দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, বিজিবি এক ব্যক্তিকে তাঁদের কাছে কাজলকে দিয়ে যায়। পরে তাঁরা জানতে পারেন, এই ব্যক্তিই নিখোঁজ ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজল।
[৫] এই দীর্ঘসময় কারাবন্দী বাবা শফিকুল ইসলাম কাজলের মুক্তির দাবিতে প্রতিবাদ করে আসছিলেন মনোরোম পলক।