শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২০, ১২:৪৩ দুপুর
আপডেট : ২৫ ডিসেম্বর, ২০২০, ১২:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অভিনেতা-নাট্যকার মান্নান হীরার সিরাজগঞ্জে দাফন সম্পন্ন

সোহাগ হাসান: [২] সিরাজগঞ্জের কৃতি সন্তান পথনাটকের অন্যতম পুরোধা ও নাট্যব্যক্তিত্ব মান্নান হীরা (৬১) আর নেই। তিনি বুধবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে মারা যান। তিনি সিরাজগঞ্জ পৌর এলাকার কাচারিপাড়া মহল্লার মৃত জয়নুল আবেদীনের ছেলে।

[৩] মৃত্যুকালে তিনি স্ত্রী ও ১ ছেলেসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের ছোট ভাই এপিপি আব্দুর রউফ পান্না জানান, তিনি আগে থেকে হার্টের রোগ সমস্যায় ছিলেন এবং চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়ে ছিলেন। বুধবার রাত ৮ টার দিকে হঠ্যাৎ আবারো অসুস্থতা অনুভব করলে শান্তিনগরের বাসা থেকে তাকে কাকরাইল এলাকার একটি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

[৪] বৃহস্পতিবার সকালে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তার লাশ শিল্পকলা একাডেমিতে নেয়া হয়। সেখান থেকে তার লাশ আনা হয় সিরাজগঞ্জের ওই গ্রামের বাড়িতে। বাদ আছর কোর্ট প্রাঙ্গনে তার জানাযায় আইনজীবি সমিতির নেতৃবৃন্দ, আওয়ামীলীগ নেতৃবৃন্দ, সাংস্কৃতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

[৫] জানাযা শেষে পৌর এলাকার রহমতগঞ্জ কেন্দ্রীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। এ কৃতি সন্তানের মৃত্যুতে আইনজীবি নেতৃবৃন্দ, সাংস্কৃতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

[৬] উল্লেখ, তিনি পথনাটক আন্দোলনের সঙ্গে আজীবন যুক্ত ছিলেন। পথনাটক পরিষদের সভাপতি ও আরণ্যক নাট্যদলের অধিকর্তা ছিলেন। তিনি মঞ্চ ও টিভির জন্য অসংখ্য নাটক লিখেছেন। একাধারে ছিলেন নির্দেশক, নির্মাতা ও অভিনেতাও। তার উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘ভাগের মানুষ’, ‘ময়ূর সিংহাসন’, ‘লাল জমিন’, ‘সাদা-কালো’। এছাড়াও শেকল’, ‘জননী বীরাঙ্গনা’, ‘মণিমুক্তা’, ‘একাত্তরের রাজকন্যা’, ‘ক্ষুদিরামের দেশে’, ‘ফেরারী নিশান’, ‘আদাব’, ‘ঘুমের মানুষ’ ‘মৃগনাভি’, ‘‘মেহেরজান, ‘লাল জমিন’ ‘ফুটপাত’, প্রভৃতি তার উল্লেখযোগ্য নাটক। এসব নাটকের মধ্যে ‘মূর্খ লোকের মূর্খ কথা’ মান্নান হীরা রচিত ও নির্দেশিত অন্যতম পথনাটক।

[৭] ২০১৪ সালে তিনি সরকারের অনুদানে শিশুতোষ চলচ্চিত্র ‘একাত্তরের ক্ষুদিরাম’ তৈরি করেন। এটি তার পরিচালিত প্রথম চলচ্চিত্র। ‘গরম ভাতের গল্প’ ও ‘৭১-এর রঙপেন্সিল’ নামে দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও পরিচালনা করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়