শিরোনাম
◈ ‘হাজার বার জয় বাংলা স্লোগান দেব’ তারেক রহমানের মঞ্চে ছাত্রদল নেতা (ভিডিও) ◈ পোস্টাল ব্যালট: চার লক্ষাধিক প্রবাসীর ভোটদান সম্পন্ন ◈ শুধু ভোট দিয়ে চলে আসলে হবে না, হিসাব কড়ায়-গন্ডায় বুঝে নিতে হবে: তারেক রহমান ◈ অবশেষে হাইকোর্টে জামিন পেলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ◈ সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ পেতে আবেদন করা যাবে অনলাইনে, যেভাবে করবেন ◈ তথ্য গোপনে ছাড় নেই, ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বে ভোটের পরেও ব্যবস্থা: ইসি মাছউদ ◈ ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা দিলেন সর্বমিত্র চাকমা ◈ খিলক্ষেতে এনসিপি প্রার্থী আরিফুলের জনসংযোগে হামলা, অভিযোগ বিএনপির বিরুদ্ধে (ভিডিও) ◈ ‘৫০ হাজার পুলিশ নিয়ে থাকলেও ঘরে গিয়ে মেরে ফেলব’ ◈ বেনাপোল বন্দরে এক দিনে ১৫১১ যাত্রী পারাপার, ৩৩৬ ট্রাক বাণিজ্যে রাজস্ব আদায় ১১ কোটির বেশি

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২০, ০৮:২১ সকাল
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০২০, ০৮:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাবেক স্ত্রীর অশ্লীল ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি, মামলা, পাল্টাপাল্টি যুক্তি!!

ডেস্ক রিপোর্ট: প্রযোজক নেতা মো. ইকবালের বিরুদ্ধে রাজধানীর হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি করেছেন তার সাবেক স্ত্রী তাহেরা ফেরদৌস জেনিফার। সাবেক স্ত্রীর অভিযোগ, তাকে জোরপূর্বক বিয়ে করতে চাওয়া এবং ইন্টারনেটে অশ্লীল ভিডিওবার্তা ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আসছে ইকবাল।

এমনকি গত মঙ্গলবার ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে জেনিফারের ব্যবসায়িক মিটিংয়ে অপ্রীতিকর ঘটনা ঘটান ইকবাল। আর এ কারণেই আইনের আশ্রয় নিয়েছেন তাহেরা ফেরদৌস জেনিফার।

সাবের স্ত্রীর এমন অভিযোগ প্রসঙ্গে ইকবাল বলেন, ‘আমার বিরুদ্ধে জেনিফার যেসব অভিযোগ এনে জিডি করেছে তা সব মিথ্যা। গত মঙ্গলবার হোটেলে তার সঙ্গে আমার দেখা হয়েছে, কথার এক পর্যায়ে উচ্চস্বরে কথা কাটাকাটিও হয়েছে। কিন্তু আমি তার গায়ে কোনো হাত তুলিনি। এসব কিছু মিথ্যে, আমার বদনাম করার জন্যই এগুলো করা।’

তিনি আরও বলেন, ‘চার বছর আগে তার সঙ্গে আমার বিয়ে হয়। বিয়ের বছরখানেক পরই আমাদের ছাড়াছাড়ি হয়ে যায়। বিচ্ছেদের পর সে আমার নামে মিথ্য মামলাও করেছে। এরপর থেকেই নানা রকম হুমকি-ধামকি দিয়ে আমার কাছ থেকে কত টাকা যে নিয়েছে তার হিসেব নেই।

‘জেনিফার অনেক দিন থেকেই আমাকে ব্ল্যাকমেইল করে আসছে। কিছুদিন আগে তার সঙ্গে আমার আদালতে দেখা হয়। তখন সে আমার কাছে ২০ লাখ টাকা দাবী করে। তাকে ২০ লাখ দিলে, সে সব মামলা তুলে নেবে। সে সংগীত পরিচালক ইমন সাহার সঙ্গে নতুন করে সংসার সাজাবে। তারা দু’জন দুজনকে পছন্দ করে, ভালোবাসে। মানে, ইমন সাহা ও জেনিফার বিয়ে করবে। আমি তার কথা শুনে, তাকে সাফ জানিয়ে দেই, আমি তাকে কোনও টাকা দেব না। এরপর থেকে সে নানা ভাবে আমাকে চাপ প্রয়োগ করে আসছে। ওইদিন দেখা হওয়ার পর তার কাছে জানতে চেয়েছিলাম, কেন সে এসব করছে। এ নিয়েই আমাদের মধ্যে কথা কাটাকাটি হয়। হ্যাঁ, আমি মানি রাগের মাথায় তার সঙ্গে উচ্চবাক্যে কথা বলেছি। কিন্তু তার গায়ে হাত তুলিনি।’

বধুবার (২৩ ডিসেম্বর) রাতে রাজধানীর গুলশান থানায় সাবেক স্ত্রীর জেনিফার বিরুদ্ধেও সাধারণ ডায়েরি করেছেন ইকবাল। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি গতকাল গুলশান থানায় তার বিরুদ্ধে জিডি করেছি। জিডিতে আমি সব উল্লেখ্য করেছি। কিভাবে সে আমাকে ব্ল্যাকমেইল করছে, ইমন সাহা ও জেনিফার বিয়ে করতে যাচ্ছে, আমার কাছ থেকে ২০ লাখ টাকা দাব করেছে- সব কিছু।’ডিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়