শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২০, ০৫:০৫ সকাল
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০২০, ০৫:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিঙ্গাপুরে কোয়ারেন্টিন শেষে অর্থমন্ত্রীর চিকিৎসা শুরু

বাশার নূরু: [২] চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাওয়ার পর ১৪ দিন কোয়ারেন্টিন কাটিয়ে চিকিৎসা শুরু করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

[৩] বুধবার অনলাইনে আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকরা শারীরিক অবস্থার কথা জানতে চাইলে অর্থমন্ত্রী এ কথা বলেন।

[৪] ফলোআপ চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অবস্থানরত অর্থমন্ত্রী ভার্চ্যুয়ালি বৈঠকে অংশ গ্রহণ করেন।

[৫] তিনি বলেন, আমি এখন সিঙ্গাপুরে আছি। ১৭ দিনের বেশি হয়েছে। ১৪ দিন কোয়ারেন্টিনে ছিলাম।
গত কয়েকদিন ধরে ডাক্তার দেখাচ্ছি। কবে নাগাদ দেশে আসছেন জানতে চাইলে মন্ত্রী বলেন, আমার যে উদ্দেশ্যে আসা তা হলেই আসব। আগে ডাক্তার দেখাই। বার বার তো আসা যাবে না। যে কষ্টে কোয়ারেন্টিন পার করেছি এটা বলা যাবে না। আপনারা আমার জন্য দোয়া করবেন।

[৬] ফলোআপ চিকিৎসার জন্য ২৮ নভেম্বর রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি সিঙ্গাপুরের উদ্দেশে রওয়ানা হন। এর আগে অক্টোবর মাসে অর্থমন্ত্রী ফলোআপ চিকিৎসার জন্য দুবাই গিয়েছিলেন। কিন্তু করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে যথাযথভাবে চিকিৎসা নিতে পারেননি তিনি। ফলে এখন আবার ফলোআপ চিকিৎসার প্রয়োজনীয়তা জরুরি হয়ে পড়েছে। কিন্তু গত ১১ ডিসেম্বর দেশে ফেরার কথা থাকলেও সিঙ্গাপুরে যাওয়ার পর অর্থমন্ত্রীকে ১৪ দিনের কোয়ারেন্টিন পার করে চিকিৎসা শুরু করতে হয়েছে। সম্পাদনা: ফরহাদ বিন নূর

  • সর্বশেষ
  • জনপ্রিয়