নূর মোহাম্মদ: [২] মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ বুধবার এ নোটিশ পাঠান। মন্ত্রিপরিষদ সচিব, রাষ্ট্রপতির সচিবালয়ের সচিব, প্রধানমন্ত্রীর সচিবালয়ের সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ মন্ত্রণালয়ের সচিব এবং পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক বরাবর এ নোটিশ পাঠানো হয়।
[৩] মনজিল মোরসেদ বলেন, পরিবেশ রক্ষায় সংবিধান, বিভিন্ন আইন ও আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও স্বল্প জনবল এবং পর্যাপ্ত অফিস না থাকায় নির্দিষ্ট সময়ের মধ্যে পরিবেশ অধিদপ্তর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারছে না। তাই ১০ দিনের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে নোটিশে।