এইচএম দিদার : [২] শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে কোভিড-১৯ সংক্রমণের সংখ্যা। সেই সাথে মৃত্যুর সংখ্যাও বাড়ছে। পরিত্রাণে কোনো সুচিকিৎসা নেই। ভরসা কেবল জনসচেতনতা। করোনারোধে ব্যতিক্রম এক উদ্যোগ নিয়েছেন কুমিল্লার দাউদকান্দি পৌর মেয়র নাইম ইউসুফ সেইন। তিনি পৌরসভার ঘরে ঘরে গিয়ে করোনারোধে লিফলেট বিতরণ করে জনসচেতনতা তৈরী করছেন।পাশাপাশি
[৩] বুধবার দুপুরে (২৩ ডিসেম্বর)পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাড়াগাও ও পশ্চিম হাসানপুর গ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার সুরক্ষা সামগ্রী (সাবান,সোডা, মাস্ক ও হ্যান্ডসেনিটাইজার) বিতরণ করছেন।
[৪] এ সময় সাথে ছিলেন ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল হক দেওয়ান, সাবেক মহিলা কাউন্সিলর নাছরিন সুলতানা,কাউন্সিলর প্রার্থী শামীম মিয়া। সম্পাদনা: সাদেক আলী