রাশিদুল ইসলাম : [২] এবিসি টেলিভিশনে ‘গুড মর্নিং আমেরিকা’ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের জাতীয় সংক্রমণ বিশেষজ্ঞ এ্যান্থনি ফাউচি বলেন এধরনের রুপান্তর কোভিড ভাইরাসের উপস্থিতি ইতিমধ্যে আমাদের দেশে থাকতে পারে। যখন ব্রিটেনে এত ব্যাপক পরিমানে নতুন এ বৈশিষ্ট্যের কোভিড ভাইরাস ধরা পড়ছে তখন অবাক হওয়ার কিছু নেই যে এমন ভাইরাস যুক্তরাষ্ট্রেও আছে। সিএনএন/দি হিল
[৩] নতুন এই কোভিড ভাইরাস মোকাবেলায় ভ্রমণ নিষেধাজ্ঞার বিষয়টিকে অতিমাত্রায় কঠোর সিদ্ধান্ত বলে ফাউচি অভিহিত করে বলেন রুপান্তরিত ভাইরাসটি প্রভাবশালী নয়।
[৪] ফাউচি বলেন ভ্রমণ একেবারেই বন্ধ করে না দিয়ে নিউইয়র্কে যে উড্ডয়নের আগে বিমান যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার কথা বলা হচ্ছে যা যথোপযুক্ত।
[৫] বরং তদারকি ও নজরদারি আরো বৃদ্ধি করার পরামর্শ দিয়ে ফাউচি বলেন ভ্রমণ নিষেধাজ্ঞার চেয়ে এটা জরুরি।
[৬] ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন ৯ (সিডিসি) ইতিমধ্যে জানিয়েছে নতুন ধরনের কোভিড যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়তে পারে।
[৭] সিডিসি’র বিজ্ঞানীরা বলছে কোভিড সংক্রমণ আগের চেয়ে দুর্বল হয়ে পড়ছে কিন্তু একই সঙ্গে ভ্যাকসিন প্রতিরোধী হিসেবে ভাইরাসগুলো নিজেদের মধ্যে রুপান্তর ঘটিয়ে বারবার শক্তিশালী হয়ে উঠতে পারে।
[৮] বায়োএনটেকের সিইও বলছেন রুপান্তরিত নতুন ভাইরাস মোকাবেলায় তাদের ভ্যাকসিন কার্যকর ভূমিকা রাখতে সক্ষম।