শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২০, ১০:০৮ দুপুর
আপডেট : ২২ ডিসেম্বর, ২০২০, ১০:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিংগাইরে গ্রাহকের টাকা নিয়ে উধাও হায়-হায় কোম্পানী

সিরাজুল ইসলাম: [২] মানিকগঞ্জের সিংগাইর পৌর এলাকার গোবিন্দল নতুন বাজার বাসস্ট্যান্ড মহল্লা থেকে গ্রাহকদের টাকা নিয়ে উধাও হওয়া হায়-হায় কোম্পানী ব্যবসায়ী সঞ্চয় সমিতি গাজী গ্রুপের বিরুদ্ধে অবশেষে মামলা হয়েছে।

[৩] ভুক্তভোগী গ্রাহকদের পক্ষ থেকে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের পশ্চিম ভাকুম গ্রামের কাসেম মোল্লার পুত্র মহিউদ্দিন মোল্লা বাদী হয়ে সোমবার (২১ ডিসেম্বর) দুপুরে থানায় মামলা দায়ের করেন। মামলার আসামীরা হচ্ছে- বাড়ির মালিক আব্দুস ছাত্তারের ছোট বোন ক্যাশিয়ার পদধারী ঝর্না আক্তারসহ অজ্ঞাত কয়েকজন।

[৪] মামলার এজাহার সূত্রে প্রকাশ, ঝর্না আক্তারের যোগ সাজশে ব্যবসায়ী সঞ্চয় সমিতি গাজী গ্রুপের নামধারী একাধিক কর্মকর্তা পরিচয়ে মামলার বাদীসহ ৩২ জন গ্রাহকেেক ঋণ দেয়ার কথা বলে তাদের কাছ থেকে ৬ লক্ষ ৪০ হাজার ৭৯০ টাকা সঞ্চয় হাতিয়ে নিয়ে গত ১০ ডিসেম্বর উধাও হয়। পরদিন গ্রাহকেরা ঋন নিতে ওই অফিসে গেলে তালাবদ্ধ দেখতে পায়। এ নিয়ে গত ১৮ ও ১৯ ডিসেম্বর বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে।

[৫] এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুর রহিম বলেন, ২ জন সুনির্দিষ্টসহ অজ্ঞাত ৭/৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়